আরও একবার জঙ্গি হামলা ঘিরে তপ্ত ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের রজৌরিতে এদিন সেনার গাড়ি লক্ষ্য করে ধেয়ে আসে জঙ্গিদের গুলি। মুহূর্তে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা। জানা গিয়েছে, আপাতত ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে সেনা গোটা এলাকা ঘিরে ফেলেছে বলে খবর। শুরু হয়ে গিয়েছে সেনার ‘সার্চ অপারেশন’।
জঙ্গিদের খোঁজে আপাতত সেনা জওয়ানরা গোটা এলাকায় তল্লাশি শুরু করে দিয়েছে। জম্মু ও কাশ্মীরের রজৌরি জেলায় এই ঘটনা ঘটেছে। রজৌরির সীমান্তের খুব কাছের একটি গ্রাম হল, 'ফল' গ্রাম। সেখানেই সেনার গাড়ি তাক করে গুলি চালায় জঙ্গিরা। ফল গ্রামের সুন্দেরবনি এলাকায় বেলা ১ টা নাগাদ এই হামলা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, গুলি চালানো হয়েছে ৯ জম্মু ও কাশ্মীর রাইফেলসের গাড়িতে। দুই রাউন্ড গুলি চলেছে বলে জানাচ্ছে গ্রাউন্ড রিপোর্ট। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘটনার সময় জঙ্গিরা এলাকার জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিল, যখন সেনার গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল, তখনই এই গুলি চালায় জঙ্গিরা। প্রসঙ্গত, এই এলাকা, জঙ্গিদের অনুপ্রবেশের পথ হিসাবে খুবই পরিচিত জায়গা।
( Mahashivratri 2025: মহাশিবরাত্রি ২০২৫র চতুর্দশী তিথি আর কতক্ষণ রয়েছে? ২০২৬ সালে শিবরাত্রি কবে! দেখে নিন)
( UN on War: ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি নিয়ে প্রস্তাব গৃহিত রাষ্ট্রসংঘে, ভোটাভুটিতে ভারতের অবস্থান কী ছিল?)
জানা যাচ্ছে, জঙ্গিদের গুলির জবাবে পাল্টা জবাব দেন সেনা জওয়ানরা। তাঁরাও জঙ্গিদের দিতে তাক করে গুলি চালান। জানা যাচ্ছে, সর্বশেষ পরিস্থিতির খবর অনুযায়ী, এলাকায় আরও ট্রুপ চেয়ে পাঠানো হয়েছে। সেনার তরফে এক বক্তব্যে জানানো হয়েছে,' দুপুর ১টার দিকে ফল গ্রামের একটি জলের ট্যাঙ্কের কাছে সেনাবাহিনীর একটি গাড়ির ওপর গুলি চালানো হয়। এটি এলওসি-র কাছাকাছি সুন্দরবাণী-মাল্লা সড়কের একটি বনাঞ্চল।' জঙ্গল ঘেরা এই এলাকায় শুরু হয়ে গিয়েছে সেনার তরফে তল্লাশি অভিযান।