শুরু হয়ে গিয়েছে মহাশিবরাত্রি ২০২৫র তিথি। আজ, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ বেলা থেকেই এই তিথি পড়ে গিয়েছে। তবে তিথি থাকবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৭ ফেব্রুয়ারি কতক্ষণ তিথি থাকবে, তা দেখে নিন। অনেকেরই কৌতূহল রয়েছে এই শিবরাত্রির তিথি কতক্ষণ থাকবে, তা নিয়ে। সেই দিকে নজর দিয়ে দেখে নিন শিবরাত্রির চতুর্দশী তিথি কতক্ষণ থাকবে।
শিবরাত্রির প্রধান তিথি:-
শিবরাত্রির তিথি আজ বেলা ১১ টা ০৮ মিনিট থেকে শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ আজ বুধবার, ২৬ ফেব্রুয়ারি থেকেই এই তিথি শুরু হয়েছে। এই তিথি হল চতুর্দশী তিথি। ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হয় শিবরাত্রির পুজো। এই তিথি ২৭ ফেব্রুয়ারি সকাল ৮ টা ৫৪ মিনিট পর্যন্ত রয়েছে। যেহেত শিবরাত্রি হল নিশিত পুজো ঘিরে বিশেষ উৎসব, তাই এই পুজোর ক্ষেত্রে নিশিত পুজোর কালও এখানে তাৎপর্যপূর্ণ। শিবরাত্রির দিনে রাত্রির প্রথম প্রহরের পুজো ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ সালে, সন্ধ্যা ৬ টা ১৮ মিনিট থেকে শুরু হবে। আর তা শেষ হবে রাত ৯ টা ২৫ মিনিটে। রাত্রি দ্বিতীয় প্রহরের পুজো ২৬ ফেব্রুয়ারি রাত ৯ টা ২৫ মিনিট থেকে ২৭ ফেব্রুয়ারি (খাতায় কলমে, সময় তখন মধ্যরাত) ১২.৩৩ মিনিট পর্যন্ত হবে। রাত্রি তৃতীয় প্রহরের পুজো ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত ১২.৩৩ মিনিট থেকে শুরু হবে, আর শেষ হবে ৩.৪০ মিনিটে। রাত্রি চতুর্থ প্রহরের পুজো ২৭ ফেব্রুয়ারি, রাত ৩.৪০ মিনিট থেকে ভোর ৬ টা ৪৭ মিনিট পর্যন্ত রয়েছে।
( Dog Blood Donation: কলকাতায় কুকুরকে সুস্থ করতে রক্তদান অন্য কুকুরের! ‘নজির’-র ঘটনা শেয়ার কুণাল ঘোষের)
( Heatwave Warning:ভরা বসন্তে তাপপ্রবাহের সতর্কতা দেশের এই শহরে! মেগা সিটিতে জারি ‘ইয়লো অ্যালার্ট’)
২০২৬ সালে মহাশিবরাত্রি কবে পড়ছে?
মহাশিবরাত্রি ২০২৬ সালে পড়ছে ১৫ ফেব্রুয়ারি। দিনটি পড়েছে রবিবার। এমনই বলছে, 'দৃক পঞ্চাঙ্গ ডট কম’। সেদিন নিশিতকালের পুজো রাত ১২.০৯ মিনিট থেকে রাত ১.০১ মিনিট পর্যন্ত চলবে।