
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সদ্য মাসকটে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। দু'জনের মধ্যে বেশ কিছু বিষয়ে হয় আলোচনা। এরপর সদ্য বাংলাদেশ নিয়ে মুখ খোলেন জয়শংকর। তিনি সাফ জানান, ভারতকে প্রতিদিন দোষারোপ করা হচ্ছে ঢাকার তরফে, এমতাবস্থায় বাংলাদেশ ঠিক করুক তারা কী সম্পর্ক চায় ভারতের সঙ্গে। এদিকে, দিল্লির এই সাফ বার্তার পর বাংলাদেশের ইউনুস সরকারের বিদেশমন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেনও পাল্টা মুখ খোলেন ঢাকার তরফে।
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন,' যদি রিপোর্টের দিকে নজর দেন… প্রত্যেকদিন যদি অন্তর্বর্তী সরকার থেকে কেউ ভারতকে দোষারোপ করেন সব কিছুর জন্য, তা সম্পূর্ণ হাস্যকর। এটা করা যায়না। একদিকে, বলা হচ্ছে, আমি আপনার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই, আর অন্যদিকে, প্রতিদিন সকালে উঠেই যা খারাপ হচ্ছে তার জন্য দোষারোপ করব…. ওঁদের একটা সিদ্ধান্ত নিতে হবে।' স্পষ্টবাক জয়শংকর বলেন,' ওঁরা ঠিক করুন তাঁরা দিল্লির সঙ্গে কী সম্পর্ক নিয়ে এগোতে চান, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। আমাদের বাংলাদেশের সঙ্গে একটি বিশেষ ইতিহাস রয়েছে ১৯৭১ সালের।' বাংলাদেশের পরিস্থিতি ও তার প্রভাব দ্বিপাক্ষিক আলোচনায় পড়বে কি না, তা নিয়েও মুখ খুলে দিল্লির অবস্থান স্পষ্ট করে দেন জয়শংকর। তিনি বলেন,' আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক যে সমস্যার মুখোমুখি হচ্ছে তার দুটি দিক রয়েছে - প্রথমটি হল সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক আক্রমণ। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ভারতের জন্য খুবই উদ্বেগজনক। এটা স্পষ্টতই এমন কিছু যা আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে। এটা নিয়ে আমরা বলতে চাই, আর আমরা বলেছি।'
এদিকে, ভারতের বিদেশমন্ত্রীর বক্তব্যের পরই পাল্টা ঢাকা থেকে বক্তব্য আসে বাংলাদেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেনের তরফে। জয়শংকরের বক্তব্যের জবাবে তৌহিদ হোসেন বলেন,' আমরা ভারতের সঙ্গে গুড ওয়ার্কিং রিলেশন চাই। পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক।' পাশাপাশি তিনি বলেন,'উনি (এস জয়শঙ্কর) কিছু বলেছেন। বাংলাদেশের বিভিন্নজন সরকারের ভেতর থেকে কথাবার্তা বলছেন। …এ রকম কথা আমাদের এখান থেকে বলছে, ওনাদের ওখান (ভারত) থেকেও বলছে।' মমতার নাম না করে তৌহিদ বলেন,'ওনাদের মুখ্যমন্ত্রী তো পারলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে দেন। ওনাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী তো অহরহ বাংলাদেশের বিরুদ্ধে বলছেন। এগুলো চলতে থাকবে ধরে নিয়েই তো আমরা সম্পর্ক ভালো করার চেষ্টা করছি। দু–চারজন কী বলল না বলল, সেটাতে মনোযোগ না দিয়ে সম্পর্ক ভালো করার চেষ্টা করি।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports