৯ মার্চ কবিতাকে দিল্লি আসতে বলেছে ইডি। তবে কবিতা রাও জানিয়েছেন, তিনি ৯ তারিখ ইডির অফিসে যেতে পারবেন না। এই নিয়ে তিনি আইনি পরামর্শ নেবেন। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বিআরএস এমএলসি।
বিআরএস নেত্রী কে কবিতা রাও
দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় এবার তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের মেয়ে কবিতাকে তলব করল ইডি। আগামিকাল, ৯ মার্চ কবিতাকে দিল্লি আসতে বলেছে ইডি। তবে কবিতা রাও জানিয়েছেন, তিনি ৯ তারিখ ইডির অফিসে যেতে পারবেন না। এই নিয়ে তিনি আইনি পরামর্শ নেবেন। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বিআরএস এমএলসি। তিনি জানান, মহিলা সংরক্ষণ বিলের দাবিতে আগামী ১০ তারিখ ধরনায় বসবেন। তাই ৯ তারিখ তিনি ইডির তলবে দিল্লি যেতে পারছেন না। (আরও পড়ুন: OPS নিয়ে 'বিজেপির সুর' রঘুরাম রাজনের গলায়, কী বললেন প্রাক্তন RBI প্রধান?)
উল্লেখ্য, সাম্প্রতিককালে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তদন্তের গতি বাড়িয়েছে ইডি। এই মামলায় জেলে গিয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এবার এই মামলায় তলব করা হল কে চন্দ্রশেখর রাওয়ের মেয়েকে। এর আগে গত ১২ ডিসেম্বর সিবিআই কবিতা রাওকে সাত ঘণ্টা জেরা করেছিল হায়দরাবাদে।
এদিকে কবিতার পাশাপাশি দিল্লি আবগারি কেলেঙ্কারি কাণ্ডে ইডি ডেরা করতে চলেছে তেলাঙ্গানার ব্যবসায়ী অরুণ রামচন্দ্রন পিল্লাইকে। মঙ্গলবার হায়দরাবাদের ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইডি। অভিযোগ, জাতীয় স্তরের মদের চোরাচালানের সঙ্গে যুক্ত কেসিআর কন্যা কবিতা। 'দ্য সাউথ গ্রুপ' নামে একটি গোষ্ঠী এই কাজ চালাচ্ছে। ধৃত ব্যবসায়ী অরুণ রামচন্দ্রন এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে সন্দেহ প্রকাশ করে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, 'দ্য সাউথ গ্রুপ' আম আদমি পার্টির নেতাদের একশো কোটি টাকা ঘুষ দিয়েছে। জানা গিয়েছে, ধৃত মদ ব্যবসায়ী অমনদীপের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই রামচন্দ্রনকে গ্রেফতার করা হয়।