বাংলা নিউজ > ঘরে বাইরে > Supreme Court on Astrologer: দুর্ঘটনায় ক্ষতিপূরণের দাবি জ্যোতিষীর, 'নক্ষত্র দেখতে হবে', বলল সুপ্রিম কোর্ট
পরবর্তী খবর
দুর্ঘটনার জেরে ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এক জ্যোতিষী। সেই মামলায় সোমবার সুপ্রিম কোর্ট বলল, 'তাঁর নক্ষত্রের (অবস্থান) খতিয়ে দেখব আমরা।'
'হিন্দুস্তান টাইমস'-র লিগাল এডিটর উৎকর্ষ আনন্দের টুইট অনুযায়ী, 'একজন জ্যোতিষীর দুর্ঘটনা হয়েছিল এবং উপযুক্ত ক্ষতিপূরণের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্ট বলেছে, আমরা হতবাক হয়ে যাচ্ছি যে দুর্ঘটনার মুখে পড়েছেন একজন জ্যোতিষী। তাঁর নক্ষত্রের (অবস্থান) খতিয়ে দেখব আমরা।'
ওই জ্যোতিষীর পরিচয় এবং মামলার বিষয়ে বিস্তারিতভাবে এখনও জানা যায়নি। তারইমধ্যে সুপ্রিম কোর্টের মন্তব্যে মজেছেন নেটিজেনরা। কেউ কেউ আবার শীর্ষ আদালতের মন্তব্যে তেমন সন্তোষ প্রকাশ করেননি। তেমনই একজন বলেছেন, 'রায়ের মধ্যে থাকবে না, এমন বিষয় নিয়ে মন্তব্য করা থেকে বিরত রাখা উচিত সুপ্রিম কোর্টকে।'