বিল আটকে রাখায় রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। সেই মামলার পরিপ্রেক্ষিতে এবার শীর্ষ আদালতের তরফ থেকে জারি হল নোটিশ। পশ্চিমবঙ্গে রাজ্যপাল বনাম সরকারের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর আগে ধনখড় জমানাতেও এই একই দ্বন্দ্ব দেখা গিয়েছিল। তবে সিভি আনন্দ বোসের সময়তে সেই দ্বন্দ্ব যেন আরও অন্য মাত্রায় পৌঁছেছে। এই আবহে রাজ্যপাল বিলে সই না করার অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল নবান্ন। এদিকে কেরলেও এই একই সমস্যা রয়েছে। তাই কেরল সরকারও রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল। এই দুই রাজ্যের করা মামলার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালদের সচিবদের উদ্দেশে নোটিশ ইস্যু করল সুপ্রিম কোর্ট। (আরও পড়ুন: '৫ দশক লাগল ভুল বুঝতে',RSS-এ সরকারি কর্মীদের যোগদানের ওপর নিষেধাজ্ঞা ওঠায় বলল HC)
আরও পড়ুন: লোকসভায় দাঁড়িয়ে খলিস্তানি অমৃতপালের হয়ে গলা ফাটালেন কংগ্রেস সাংসদ, দল বলল...
জানা গিয়েছে, আজ এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, জাস্টিস জেবি পাদ্রিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্রর বেঞ্চে। এই আবহে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ নোটিশ জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং দুই রাজ্যের রাজ্যপালদের সচিবের উদ্দেশে। এদিন কেরলের হয়ে সওয়াল করেন সিনিয়র অ্যাডভোকেট কেকে বেণুগোপাল। এদিকে বাংলার হয়ে সওয়াল করেন সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি এবং জয়দীপ গুপ্তা। (আরও পড়ুন: বিদেশ নিয়ে 'মাথা ঘামানো' CM-এর পদক্ষেপে সরব কেন্দ্র, অনাধিকার প্রয়োগে বারণ)
আরও পড়ুন: '…সেনা মানে রাজনীতিকদের স্যালুট করা', অগ্নিপথ নিয়ে বড় দাবি মোদীর
আরও পড়ুন: মোক্ষম চাল ভারতের, ১৫৮০০ ফুটে চিনকে হারাতে নিজে হতে বিস্ফোরণ ঘটালেন মোদী!
দুই রাজ্যেরই অভিযোগ, সরকারের পাঠানো বিলে সই না করে রাজ্যপাল সংবিধান বিরোধী কাজ করছেন। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের পাঠানো মোট আটটি ফাইলে নাকি রাজ্যপাল সই করেননি। এই আবহে সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন দায়ের করে বিষয়টি দ্রুত শুনানির আর্জি জানা পশ্চিমবঙ্গ সরকার। জানা গিয়েছে, ২০২২ সালের ১৩ জুলাই প্রণীত হওয়া পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল, ২০২২ সালের ১৫ জুন প্রণীত হওয়া পশ্চিমবঙ্গ পশু এবং মৎসবিজ্ঞান বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (সংশোধনী) বিল, ২০২২ সালের ১৪ জুন প্রণীত হওয়া পশ্চিমবঙ্গ বেসরকার বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (সংশোধনী) বিল, ২০২২ সালের ১৭ জুন প্রণীত হওয়া পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (দ্বিতীয় সংশোধনী) বিল, ২০২২ সালের ২১ জুন প্রণীত হওয়া পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান সংক্রান্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (সংশোধনী) বিল, ২০২২ সালের ২৩ জুন প্রণীত হওয়া পশ্চিমবঙ্গ আলিয়া বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন(সংশোধনী) বিল, ২০২৩ সালের ২৮ জুলাই প্রণীত হওয়া পশ্চিমবঙ্গ নগর পরিকল্পনা এবং নগরোন্নয়ন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (সংশোধনী) বিল, ২০২৩ সালের ৪ অগস্ট প্রণীত হওয়া পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন(সংশোধনী) বিল।