বৃষ্টি ভেজা শহরে তখনও ঘুমের আড় ভাঙেনি শহরবাসীর। আবার অনেকেই বাড়ি থেকে রওনা হয়েছেন অফিসের পথে। এরমধ্যেই হঠাৎ কেঁপে উঠল মাটি। যার জেরে বৃহস্পতিবার সাতসকালে আতঙ্ক ছড়াল দিল্লি-সহ সংলগ্ন অঞ্চল। ভূমিকম্প স্থায়ী ছিল মিনিট খানেক। ভূকম্পের উৎসস্থল দিল্লি থেকে খুব দূরে না হওয়ায় তীব্রতা কম হলেও কম্পন বেশ ভালই অনুভূত হয়েছে রাজধানীতে। (আরও পড়ুন: ঋতুস্রাব হচ্ছে কিনা তা দেখতে স্কুলে নগ্ন করা হল ছাত্রীদের, ধৃত প্রিন্সিপাল)
আরও পড়ুন: মোদীর নতুন বন্ধুর ওপর ৫০% শুল্ক 'সম্রাট' ট্রাম্পের, শুরু নয়া বাণিজ্য যুদ্ধ
জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজধানী দিল্লিতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, এদিন সকাল ৯টা ৪মিনিটে ভূমিকম্পটি হয়েছে। কম্পনের উৎসস্থল ছিল হরিয়ানার ঝজ্জর।সেখান থেকে কয়েকশো কিলোমিটার দূরেও কম্পন অনুভূত হয়।ভূমিকম্পের জেরে রাজধানী দিল্লি এবং আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।শুধু রাজধানী নয়, নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদে, গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়। কম্পন অনুভূত হয় হরিয়ানার একাধিক জায়গায়। এতটাই তীব্র কম্পন ছিল যে, উত্তরপ্রদেশের পশ্চিমের মীরাট এবং শামলিও দুলে ওঠে। কম্পন অনুভূত হয় পাঞ্জাবেও। তবে এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। (আরও পড়ুন: বেজায় চটেছেন মহুয়া, এবার 'শ্বশুরবাড়ি' বয়কটের হুঁশিয়ারি মহুয়ার)
আরও পড়ুন: ভারতের কোনও রাজ্যের চিনের সঙ্গে সীমান্ত নেই… বেজিংয়ের আঁতে ঘা দিয়ে বিস্ফোরক পেমা
সূত্রের খবর, ঝাজ্জরে দু'মিনিটে দু'বার কম্পন অনুভূত হয়। ৯টা বেজে ৭ মিনিটে এবং ৯টা বেজে ১০ মিনিটে কম্পন অনুভব করেন সকলে। আচমকা মাটি দুলে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন সকলে। ঝজ্জরের উত্তরে, মাটির ১০ কিলোমিটার নীচের অংশকে ভূমিকম্পের উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে।ভূমিকম্পের জেরে দিল্লিতে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।স্থানীয়রা জানিয়েছেন, ঘরের সিলিং ফ্যান দুলতে শুরু করে। বাড়ির জিনিসপত্রও ওলটপালট হয়ে যায়। ভূমিকম্পের সময় যাঁরা অফিসে ছিলেন, তাঁরাও রাস্তায় বেরিয়ে আসেন।
এমনিতেই লাগাতার বৃষ্টিতে জলমগ্ন দিল্লির বিস্তীর্ণ অংশ। তারমধ্যেই হঠাৎ সকালে ভূমিকম্প হওয়ায় আরও আতঙ্ক ছড়ায়। উচু উচু আবাসনগুলি দুলে ওঠে। থরথর করে লাইট, ফ্য়ান কাঁপতে থাকে। আতঙ্কে বহু মানুষই ঘর থেকে বেরিয়ে আসেন। অফিসেও কর্মীরা টেবিলের নীচে আশ্রয় নেন প্রাণভয়ে।নিজেদের অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনেকে। জানিয়েছেন, কম্পনের জেরে তাঁদের বাড়ির পাখা হঠাৎ দুলতে শুরু করে।আবার অনেকে এই নিয়ে মিম শেয়ার করেছেন। এক্স বার্তায় একজন লিখেছেন, 'ভারতের রাজধানী নয়া দিল্লি থেকে স্থানান্তরিত করা উচিত।' আরেকজন যোগ করেছেন, 'এটা যেন কোনও ভৌতিক সিনেমার মতো।' তৃতীয়জন লিখেছেন, ‘দিল্লিতে ভূমিকম্পের খবর নিশ্চিত করার জন্য মানুষ টুইটারের কাছে ছুটে যাচ্ছে।’