ভয়াবহ গুলি চালনার ঘটনা ঘটে গেল রাঁচির এক পানশালায়। সেখানে বচসার জেরে পানশালায় এক গ্রাহক ও তাঁর বন্ধুদের বের করে দেওয়া হয় ওই পানশালা থেকে। পানশালার বাউন্সাররাই বের করে দেন তাঁদের। পুলিশ জানিয়েছে, সেই ঘটনার খানিক বাদে ওই গ্রাহক ফের ফিরে আসেন। তখন তার হাতে রাইফেল। রাইফেলের গুলিতে পানশালার কর্মী তথা ডিজের মৃত্যু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ওই ডিজে পশ্চিমবঙ্গের বাসিন্দা।
পুলিশ জানাচ্ছে, পানশালায় ওই ব্যক্তি বাকি গ্রাহকদের সঙ্গে বচসায় লিপ্ত হন। তাঁর সঙ্গে থাকা বন্ধুরাও বচসা শুরু করেন। অশান্তির জেরে পানশালা থেকে ওই ব্যক্তিকে বের করে দেন পানশালার বাউন্সাররা। এর খানিক বাদে ওই ব্যক্তি রাইফেল নিয়ে ফিরে আসেন পানশালায়। এরপরই ঘটে যায় বিপত্তি। পানশালায় গুলি চালনার জেরে সেখানে উপস্থিত পানশালার কর্মী তথা ডিজের মৃত্যু হয়েছে। ডিজে ( ডিস্ক জকি) র মৃত্যুতে তোলপাড় হয় পরিস্থিতি। রাঁচির ‘এক্সট্রিম বার অ্যান্ড গ্রিল’ বার-এ এই গুলি চালনার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
গুলিতে নিহত ডিজের নাম সন্দীপ প্রামাণিক। তাঁর পরিচিতি এলাকায় ‘স্যান্ডি’ নামে। পশ্চিমবঙ্গের বাসিন্দা সন্দীপ প্রামাণিকের মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে শণাক্ত করা গিয়েছে। ঘটনার পর খেকেই পলাতক ব্যক্তি। গোটা ঘটনার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। জানা যাচ্ছে, খুবই ঠান্ডা মাথায় খুন করা হয় ওই ডিজেকে। ঘটনাটি রাত ১.১৯ মিনিটে ঘটেছে বলে সিসিটিভির ছবিতে ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, ওই ডিজের বুকে বন্দুক তাক করে ওই ব্যক্তি। তারপরই গুলি চালনা। গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি। পুলিশ বলছে, অভিযুক্ত খুব ভালোভাবে জানতেন, ওই জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। আর সেই কারণেই নিজের মুখ টি শার্ট দিয়ে ঢেকে সেখানে রাইফেল নিয়ে আসেন। যে ভিডিয়ো ক্লিপ সামনে এসেথে তার সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। ঘটনার আগে, যখন পানশালায় বন্দুক নিয়ে ওই ব্যক্তি গাড়ি থেকে নেমে প্রবেশ করছে, তখন পানশালার সামনে লাগানো সিসিটিভিতে তাঁর মুখ দেখা গিয়েছে। ফলে সেই ক্লিপ থেকেই স্পষ্ট হয় তাঁর চেহারা। আপাতত ওই ব্যক্তিকে খুঁজছে পুলিশ।