
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
লাভ জিহাজের অভিযোগে তোলপাড় পড়শি রাজ্য ঝাড়খণ্ড। এই আবহে দুমকা শহরে ১৪৪ ধারা জারি করা হল। গত মঙ্গলবার ১৯ বছর বয়সি এক কিশোরীর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় জখম কিশোরী রবিবার ভোর রাতে মারা যান। মৃতার নাম অঙ্কিতা কুমারী। এরপরই রবিবার দুমকায় বিভিন্ন সংগঠন প্রতিবাদ প্রদর্শন করে। অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবিতে রাস্তায় নেমে আসেন অনেকে। এই আবহে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হল সরকারের তরফে।
রবিবার অঙ্কিতার মৃত্যুর পর দুমকায় বিক্ষোভ ও মোমবাতি মিছিল হয়। প্রতিবাদী এবং পরিবারের সদস্যরা অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবি তোলেন। মৃতার দিদা বিমলা দেবী বলেন, ‘আমার নাতনির সুবিচারের একমাত্র উপায় অভিযুক্তকে ফাঁসিতে ঝোলানো।’ এই ঘটনা প্রসঙ্গে দুমকার পুলিশ সুপার অম্বর লাকড়া বলেন, ‘আমরা দ্রুত বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। ম্যাজিস্ট্রেটের সামনে মেয়েটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আমরা এক বা দুই সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল করব এবং যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তকে দোষী সাব্যস্ত করব।’
এদিকে এই ঘটনায় সুর চড়িয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস এই বিষয়ে বলেন, ‘এটা লাভ জিহাদের ঘটনা। কিন্তু হাসপাতালে জীবনের জন্য লড়াই করা মেয়েটির কোনও খবর নেয়নি প্রশাসন। সাম্প্রতিক রাঁচি সহিংসতার ঘটনায় রাজ্য সরকার একজন অভিযুক্ত নাদিমকে এয়ারলিফট করে সব খরচ দিয়ে চিকিৎসা করায়। কিন্তু এখনও পর্যন্ত কেউ এই ঘটনার নির্যাতিতা এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে চায়নি।’ যদিও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তা দাবি করেছেন, তাঁরা মেয়েটির সুবিচার নিশ্চিত করবেন। তিনি বলেন, ‘দুমকার ডিসির সঙ্গে দুবার কথা হয়েছে। মামলার বিচার দ্রুত করা হবে এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports