অদূর ভবিষ্যতে সব যুদ্ধজাহাজ ভারতেই তৈরি হবে। দেশের প্রতিরক্ষা খাত এবং আন্তর্জাতিক কূটনীতি নিয়ে মন্তব্য করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ। শনিবার এনডিটিভির ডিফেন্স সামিটে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বললেন, ভারত এখন সমস্ত যুদ্ধজাহাজ স্বদেশীভাবে তৈরি করছে।নৌবাহিনী বিদেশ থেকে কোনও জাহাজ কিনবে না।
প্রতিরক্ষা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে রাজনাথ সিং বিশেষভাবে উল্লেখ করেছেন নিলগিরি ক্লাস স্টিলথ ফ্রিগেট, যার মধ্যে রয়েছে আইএনএস হিমগিরি ও আইএনএস উদয়গিরি, যা পুরোপুরি ভারতীয় ডিজাইনে তৈরি। পাশাপাশি, তিনি এও জানান খুব শীঘ্রই সুদর্শন চক্র নামের স্বদেশী প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হবে। সম্প্রতি আইএনএস হিমগিরি ও আইএনএস উদয়গিরি ভারতীয় নৌসেনায় শামিল হয়েছে। নতুন যুদ্ধজাহাজের অন্তত ৭৫ শতাংশই দেশীয় প্রযুক্তিতে তৈরি বলে দাবি তাঁর। রাজনাথ সিং বলেন, ‘স্বনির্ভরতার আলোকে, এখন সমস্ত যুদ্ধজাহাজ দেশেই তৈরি হচ্ছে। নৌবাহিনী অন্য কোনও দেশ থেকে যুদ্ধজাহাজ না কিনে ভারতে এবং অন্য কোথাও তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছে।’ তিনি আরও বলেন, '২০১৪-য় যেখানে দেশের অস্ত্র রফতানির অঙ্ক ছিল ৭০০ কোটি, আজ তা ২৪ হাজার কোটি ছুঁয়েছে।'
আরও পড়ুন-রাজধানীতে ভয়াবহ ঘটনা! প্রসাদ নিয়ে বাকবিতণ্ডা, কালকাজি মন্দিরে সেবাইতকে পিটিয়ে খুন
প্রতিরক্ষা মন্ত্রী জানান, পরবর্তী ১০ বছরের মধ্যে ‘সুদর্শন চক্র’ নামক একটি পূর্ণাঙ্গ এয়ার ডিফেন্স সিস্টেমের আওতায় দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রস্তাবিত এই এয়ার ডিফেন্স সিস্টেমে থাকবে দুই ধরনের উপাদান—প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক, যা যে কোনও শত্রুপক্ষের হুমকির মোকাবিলায় কার্যকর হবে। তিনি বলেন, 'অপারেশন সিঁদুর চলাকালীন আমরা দেখেছি, আজকের যুদ্ধের বাস্তবতায় এয়ার ডিফেন্স ক্ষমতা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ‘সুদর্শন চক্র’ প্রকল্প একটি গেম চেঞ্জার হিসাবে প্রমাণিত হবে।' তিনি বলেন, প্রতিরক্ষা খাত এখন কেবলমাত্র জাতীয় সুরক্ষার ভিত্তি নয়, বরং দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ মজবুত করার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে। তাঁর কথায়, 'এটি শুধু জনগণের নিরাপত্তা, জমির সুরক্ষা বা সীমান্ত রক্ষার বিষয় নয়, বরং এটি এখন আমাদের সমগ্র অর্থনীতির সুরক্ষার ক্ষেত্রেও একটি দায়িত্বশীল খাত।' তবে আত্মনির্ভরতা এবং দেশীয় উৎপাদনকে কোনওভাবেই ‘প্রটেকশনিজম’ বা সুরক্ষাবাদ হিসেবে দেখা উচিত নয় বলে তিনি স্পষ্ট করেন। রাজনাথ সিংয়ের কথায়, 'প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা কোনও সুরক্ষাবাদের বিষয় নয়; এটি সার্বভৌমত্বের বিষয়। এটি জাতীয় স্বনির্ভরতার প্রশ্ন। এটি আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি।'
আরও পড়ুন-রাজধানীতে ভয়াবহ ঘটনা! প্রসাদ নিয়ে বাকবিতণ্ডা, কালকাজি মন্দিরে সেবাইতকে পিটিয়ে খুন
উল্লেখ্য, স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ‘সুদর্শন চক্র’ এয়ার ডিফেন্স প্রকল্পের ঘোষণা করেন। ‘সুদর্শন চক্র’ প্রকল্প বাস্তবায়িত হলে তা ভারতীয় আকাশসীমাকে বহুগুণে নিরাপদ করার পাশাপাশি, প্রতিরক্ষা ক্ষেত্রে ‘মেড ইন ইন্ডিয়া’ উদ্যোগকে বড় মাপের সাফল্যের দিকে নিয়ে যেতে পারে।