প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ করে কেন্দ্রের তোপের মুখে পড়লেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁর মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন এবং দুঃখজনক বলে আখ্যা দিয়েছে বিদেশ মন্ত্রক। পাঁচ দেশের সফর শেষে বৃহস্পতিবার সকালেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। (আরও পড়ুন: ভারতের প্রথম স্টোর লঞ্চ করছে টেসলা, কবে কোথায় খুলবে দোকান? গাড়ির দাম হবে কত?)
আরও পড়ুন: চলতি বছরই কি প্রধানমন্ত্রী পদ থেকে সরবেন মোদী? ইঙ্গিতবহ মন্তব্য RSS প্রধানের
এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী কোথায় যেন গিয়েছিলেন। আমার মনে হয় ঘানায়। তিনি এবার দেশে ফিরছেন এবং আমরা তাঁকে স্বাগত জানায়। ভগবান জানেন, কোন কোন দেশে গিয়েছিলেন- ম্যাগনেশিয়া, গ্যালভেশিয়া, তারভেশিয়া, এই সব বিভিন্ন অখ্যাত দেশে ঘুরে বেড়ান তিনি। তিনি আরও বলেন, 'উনি ১৪০ কোটি মানুষের দেশে থাকছেন না। ১০ হাজার জনসংখ্যার দেশে গিয়ে সর্বোচ্চ সম্মান পাচ্ছেন। এখানে জেসিবি দেখতেই হাজার দশেক লোক জড়ো হয়ে যায়। উনি যে কী করছেন।' (আরও পড়ুন: গুজরাটের সেতু দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে, ৪৮ ঘণ্টা পরও নিখোঁজ একাধিক)
আরও পড়ুন-WB BJP Equations in Delhi: দিলীপের পাশাপাশি দিল্লিতে শমীক, গেলেন দশম রাজ্য সভাপতিও
এরপরেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেছে কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, 'ভারতের একজন উচ্চপদস্থ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের হঠকারীর মতো এই মন্তব্যের সঙ্গে নরেন্দ্র মোদী সরকার সহমত নয়। গ্লোবাল সাউথের বন্ধুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে এক উচ্চপদস্থ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কিছু মন্তব্য আমাদের চোখে পড়েছে। এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং দুঃখজনক। কোনও রাষ্ট্রীয় প্রতিনিধির পক্ষে শোভনীয়ও নয়।'তিনি আরও বলেন, 'কেন্দ্রীয় সরকার এই ধরনের অযৌক্তিক মন্তব্য থেকে নিজেকে দূরে রাখে যা বন্ধুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ককে ক্ষুণ্ন করে।' (আরও পড়ুন: আরও এক বন্ধুরাষ্ট্রের ওপর ৩৫% শুল্ক বোঝা চাপানোর ঘোষণা ট্রাম্পের)
আরও পড়ুন: ভারতে 'ছুটি' কাটিয়ে কবে বাড়ি ফিরবে ব্রিটিশ F35B যুদ্ধবিমান? সামনে এল নয়া তথ্য
গত ২ থেকে ৯ জুলাই পর্যন্ত বিদেশ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্র নরেন্দ্র মোদী। ৬ এবং ৭ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত হওয়া ব্রিকস সম্মেলনে যোগ দিতে সে দেশে পৌঁছন তিনি। তার আগে ঘানা, ত্রিনিদাদ ও টোবাগ্যো এবং আর্জেন্টিনায় যান মোদী। ফেরার পথে যান নামিবিয়ায়। দক্ষিণ-পশ্চিম অফ্রিকার দেশে ‘অর্ডার অফ দ্য মোস্ট অ্য়াসিয়েন্ট ওয়েলউইচিয়া মিরাবিলিস’-এ সম্মানিত করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে। এই নিয়ে মোদীর ঝুলিতে এসেছে ২৭টি আন্তর্জাতিক সম্মান। এর আগে ব্রাজিলে ‘দ্য গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস’-এ তাঁকে সম্মানিত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।