একদিকে কাশ্মীর জুড়ে চলছে ব্যাপক জঙ্গি দমন অভিযান। অন্যদিকে, সীমান্তের ওপারে পাকিস্তানের দিক থেকে ধেয়ে আসছে গুলি বর্ষণ। সব মিলিয়ে পহেলগাঁও হানার পর থেকে তপ্ত ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরে শুক্রবার রাতে, পাকিস্তানের সমস্ত পোস্টের দিক থেকে ধেয়ে আসে গুলি। তার মোক্ষম জবাব দিয়ে পাল্টা গুলি বর্ষণ করেছে ভারতও।
সংবাদ সংস্থা এএনআই-র তথ্য বলছে, পাকিস্তানের তরফে এসেছে হালকা গুলিবর্ষণ। সীমান্ত সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে এই গুলি বর্ষণ করে পাকিস্তান। তবে তার মোক্ষম জবাব দিয়েছে ভারতও। পাকিস্তানের গুলি বর্ষণের জবাবে, পাল্টা গুলি বর্ষণ করা হয় ভারতীয় সেনার তরফেও। ভারতীয় সেনা জানিয়েছে এই গোটা ঘটনায় কেউ হতাহত হয়নি।
তুঙ্গে ধরপাকড় চলছে কাশ্মীর জুড়ে:-
শুধু জঙ্গি নয়, জঙ্গিদের প্রতি সহমর্মিতা রাখা মানুষজনের বিরুদ্ধেও কাশ্মীর জুড়ে তুমুল পদক্ষেপ করা হচ্ছে। জানা গিয়েছে, সদ্য জম্মু ও কাশ্মীরের কুলগামে ২ জন এমন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যারা জঙ্গিদের সমর্থন করে বলে অভিযোগ। পহেলগাঁওয়ের ঘটনার পরই গোটা অনন্তনাগ জুড়ে তুমুল হারে চিরুনি তল্লাশি শুরু হয়ে গিয়েছে। জম্মু কাশ্মীরের পুলিশ, প্যারামিলিটারি ফোর্স, ভারতীয় সেনা একযোগে শুরু করেছে জঙ্গি দমন অভিযান। কুলগামের কুইমোহ এলাকার ঠোকেরপোরা থেকে ২ জন জঙ্গিদের মদতদাতাকে গ্রেফতার করেছে পুলিশ।
( ‘পাকিস্তানে এক ফোঁটা জলও যেতে দেওয়া হবে না’, সিন্ধু চুক্তি নিয়ে হুঙ্কার জলশক্তি মন্ত্রী সিআর পাটিলের)
( আরও পিছিয়ে যেতে পারে ডিএ মামলা? শীর্ষ কোর্টে কবে উঠতে পারে কেস! হতাশ সরকারি বহু কর্মী!)
উল্লেখ্য, এর আগে, সদ্য গত ২২ এপ্রিলের এক অভিশপ্ত দুপুরে পহেলগাঁওয়ের বৈসরনে ২৬ জন পর্যটককে খুন করে জঙ্গিরা। ঘটনার নৃশংসতায় ক্ষোভে ফেটে পড়ছে ভারত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে বিশ্বের নানান দেশ দিল্লির পাশে থাকার বার্তা দিয়েছে। ঘটনার পরই পাকিস্তানকে ঘিরে বেশ কিছু কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত। কূটনৈতিক পদক্ষেপের মধ্যে, সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছে দিল্লি। এই পরিস্থিতিতে ক্রমেই সরগরম হচ্ছে ভারত, পাকের মাঝের কাশ্মীর সীমান্ত।