বাংলা নিউজ > ঘরে বাইরে > ভাইরাস ছড়ানোর ছক! পাক সেনা ফ্লপ! চোরদের মার্কেটে নামাল পাকিস্তান, হোয়াটস অ্যাপে নিশানা
পরবর্তী খবর
একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। পুরো সফল অপারেশন সিঁদুর। একেবারে কোমর ভেঙে গিয়েছে পাকিস্তানের। পাক সেনার মনোবল পুরো ভেঙে গিয়েছে বলে খবর। ইতিমধ্যেই সংঘর্ষ বিরতিও জারি হয়েছে ভারত পাক দুদেশের মধ্য়ে।
তবে এসবের মধ্য়েই পাঞ্জাব পুলিশের তরফ থেকে এক্স হ্যান্ডলে বিশেষ বার্তা দেওয়া হয়েছে।
সেখানে লেখা হয়েছে, সাইবার সতর্কতা। পাকিস্তান ভিত্তিক ম্যালওয়ার থ্রেট।
একটা বিপজ্জনক ম্যালওয়ার নাম ডান্স অফ দ্য হিলারি। পাকিস্তান ভিত্তিক হ্যাকাররা এটা ছড়িয়ে দিচ্ছে। ভারতীয় ব্যবহারকারীদের টার্গেট করা হচ্ছে হোয়াটস অ্যাপ, ফেসবুক ও ইমেলের মাধ্য়মে।