বাংলা নিউজ > ঘরে বাইরে > জামিন পেলেন নোবেলজয়ী ইউনুস, বাংলাদেশ সরকারকে দুষলেন অর্থনীতিবিদ
পরবর্তী খবর
জামিন পেলেন নোবেলজয়ী ইউনুস, বাংলাদেশ সরকারকে দুষলেন অর্থনীতিবিদ
1 মিনিটে পড়ুন Updated: 29 Jan 2024, 11:01 AM ISTMD Aslam Hossain
২০০৬ সালে নোবেল শান্তি পুরষ্কার পান ইউনুস। দরিদ্র উদ্যোক্তাদের ছোট ব্যবসা শুরু করতে সহায়তা করতে ক্ষুদ্রঋণ এবং ক্ষুদ্র ঋণদানের জন্য তিনি পুরস্কৃত হয়েছিলেন। গত ১ জানুয়ারি শ্রম আইনের ৩০৩ (ঙ) ধারায় ড. ইউনুসকে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দিয়েছিল আদালত।
নোবেল জয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস
বাংলাদেশের আদালতে জামিন পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস। শ্রম আইন লঙ্ঘনের অপরাধে তাঁকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছিল আদালত। জামিন পাওয়ার পরেই এই মামলার বিরুদ্ধে আপিল করেছেন অর্থনীতিবিদ। আগামী ৩ মার্চ তাঁর শুনানি হবে। তাঁকে সাজা ঘোষণার পরেই শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। আর জামিন পাওয়ার পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করলেন ইউনুস।
২০০৬ সালে নোবেল শান্তি পুরষ্কার পান ইউনুস। দরিদ্র উদ্যোক্তাদের ছোট ব্যবসা শুরু করতে সহায়তা করতে ক্ষুদ্রঋণ এবং ক্ষুদ্র ঋণদানের জন্য তিনি পুরস্কৃত হয়েছিলেন। গত ১ জানুয়ারি শ্রম আইনের ৩০৩ (ঙ) ধারায় ড. ইউনুসকে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দিয়েছিল আদালত। এছাড়া, ৩০৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেয় আদালত। তবে ৩০ দিনের মধ্যে ৫ হাজার টাকা বন্ডে জামিন পেয়ে যান তিনি। এছাড়া অন্য তিনজনও জামিন পেয়ে যান। ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা তাঁকে কারাদণ্ড দিয়েছিলেন।
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ইউনুস ছাড়াও অন্য যে তিন পরিচালককে কারাদণ্ড দেওয়া হয় তাদের নাম হল আশরাফুল হাসান, নুরজাহান বেগম এবং এম শাহজাহান। অভিযোগ, গ্রামীণ টেলিকম ৬৭ জন কর্মীকে স্থায়ী করতে অস্বীকার করেছিল এবং জরুরি পরিস্থিতিতে কর্মীদের সহায়তা করার জন্য একটি কল্যাণ তহবিল গঠন করতে ব্যর্থ হয়েছিল।