ঘটনার সূত্রপাত শুক্রবার। সন্ধ্যে সাড়ে ৭টার দিকে সোনি বাড়ির প্রথম তলায় কল থেকে জল নিয়ে আনতে যায়। তখন জল নিয়ে এক প্রতিবেশীর মহিলা এবং ওই মহিলার মেয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সোনি।
Ad
প্রতিবেশীকে খুন। প্রতীকী ছবি
কলের জল নিয়ে বচসা। তার জেরে ছুরি দিয়ে আঘাত করে প্রতিবেশীকে খুন করল কিশোরী। ঘটনাটি ঘটেছে রবিবার দিল্লির ফারশ বাজার এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খুনের অভিযোগে ১৫ বছর বয়সি কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ৩৪ বছর বয়সি প্রতিবেশী মহিলাকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে কিশোরী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত মহিলার নাম সোনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শুক্রবার। সন্ধ্যে সাড়ে ৭টার দিকে সোনি বাড়ির প্রথম তলায় কল থেকে জল নিয়ে আনতে যায়। তখন জল নিয়ে এক প্রতিবেশীর মহিলা এবং ওই মহিলার মেয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সোনি। অভিযোগ, এরপর তাদের মধ্যে মারপিট বাঁধে। তখন সোনি ওই মহিলার মেয়ের হাত মুচড়ে দেন।
ঘটনায় মেয়েটিকে হেডগেওয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে মেয়েটির হাতের এক্স রে করে ছেড়ে দেওয়া হয়। পরে মেয়ে এবং তার মা বাড়িতে ফিরে আসেন। এরপরই তারা সোনির সঙ্গে পুনরায় বচসায় জড়িয়ে পড়ে। সেই সময় সোনির সঙ্গে ছিলেন তার স্বামী সতবীর। সেই সময় আবার তাদের মধ্যে হাতাহাতি বাঁধে। ঘটনায় মেয়েটি আচমকা ছুরি বের করে সোনিকে একের পর এক আঘাত করে। ঘটনায় সোনির হাতে ও পেটে একাধিবার ছুরি দিয়ে আঘাত করে মেয়েটি। তাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সোনি। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।