4 মিনিটে পড়ুন Updated: 10 Mar 2025, 06:19 PM ISTSatyen Pal
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন পিএম শ্রী প্রকল্প সম্পর্কে তাঁর সরকারকে অসৎ বলার জন্য কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সমালোচনা করেছিলেন।
তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্ট্যালিন
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সোমবার কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পাল্টা আক্রমণ করেছেন, যিনি লোকসভার কার্যক্রম চলাকালীন পিএম স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া (পিএম এসএইচআরআই) প্রকল্প বাস্তবায়নের বিষয়ে রাজ্য সরকারকে ‘অসৎ’ বলে অভিহিত করেছিলেন।
এম কে স্ট্যালিন তামিল ভাষায় এক্স-এ একটি কড়া ভাষায় পোস্ট করেছেন, ধর্মেন্দ্র প্রধানের ‘ঔদ্ধত্য’-এর নিন্দা করেছেন এবং বলেছেন যে তিনি ‘অহংকারী রাজার’ মতো কথা বলছেন এবং যিনি তামিলনাড়ুর জনগণকে ‘অসম্মান’ করেছেন তাকে ‘শৃঙ্খলাবদ্ধ করা দরকার’।
এমকে স্ট্যালিন লিখেছেন, 'কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, যিনি নিজেকে রাজা মনে করেন, তিনি ঔদ্ধত্যের সঙ্গে কথা বলেন, তাঁর জিভের উপর নিয়ন্ত্রণ থাকা উচিত।