বাংলা নিউজ > ঘরে বাইরে > Mumbai acid attack: মুম্বইয়ে ৫০ বছর বয়সি বান্ধবীর ওপর অ্যাসিড হামলা! গ্রেফতার লিভ ইন পার্টনার
পরবর্তী খবর
Mumbai acid attack: মুম্বইয়ে ৫০ বছর বয়সি বান্ধবীর ওপর অ্যাসিড হামলা! গ্রেফতার লিভ ইন পার্টনার
1 মিনিটে পড়ুন Updated: 15 Jan 2023, 11:04 AM ISTMd Aslam Hossain
পুজারির সঙ্গে ওই মহিলা লিভ ইন করছেন প্রায় ২৫ বছর ধরে। অনেক আগেই বিয়ে হয়েছিল ওই মহিলার। তাঁর এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। তবে তাঁর স্বামী তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন। অন্যদিকে, পুজারির স্ত্রীও তাঁকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। এরপর তাঁরা ভুলেশ্বরে একটি ঘরে একসঙ্গে থাকতেন।
অ্যাসিড হামলার অভিযোগে গ্রেফতার লিভ ইন পার্টনার।
৫০ বছর বয়সি এক লিভ ইন পার্টনারের উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ মুম্বইয়ের ভুলেশ্বরে। অ্যাসিড আক্রান্ত মহিলার মুখের ৫২ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনায় ইতিমধ্যেই ওই মহিলার লিভ ইন পার্টনার মহেশ পুজারিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে ওই মহিলার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজারির সঙ্গে ওই মহিলা লিভ ইন করছেন প্রায় ২৫ বছর ধরে। অনেক আগেই বিয়ে হয়েছিল ওই মহিলার। তাঁর এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। তবে তাঁর স্বামী তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন। অন্যদিকে, পুজারির স্ত্রীও তাঁকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। এরপর তাঁরা ভুলেশ্বরে একটি ঘরে একসঙ্গে থাকতেন। তবে, সম্প্রতি তাদের সম্পর্কে চির ধরে। যার ফলে তাঁদের মধ্যে নিত্য কলহ লেগেই থাকত। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে। পুজারি ওই মহিলার ঘরের বাইরে অপেক্ষা করছিলেন। ভোরের দিকে ওই মহিলা জল আনতে বাইরে বের হলেই তার মুখে অ্যাসিড ছোঁড়ে ওই ব্যক্তি। ওই মহিলা সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন। ঘটনায় তাঁর দেওর তাঁকে হাসপাতালে নিয়ে যান।
পুলিশের ডেপুটি কমিশনার (জোন ২) ড. অভিনব দেশমুখ জানিয়েছেন, ‘আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। ঘটনায় অভিযুক্তকে খুঁজে তাঁকে গ্রেফতার করেছি। আমরা তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৬–এ, ৩০৭, ৫০৪ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছি।’ পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে বেশ কিছু অবৈধ কাজ করার অভিযোগ রয়েছে।