১৬,০০০ কোটি টাকারও বেশি অঙ্কের জ্যাকপট জেতার সঙ্গে সঙ্গেই ক্যালিফোর্নিয়ার ওই ব্যক্তি বিশ্বের অন্যতম ব্যয়বহুল অঞ্চলে একটি বিশাল প্রাসাদ কিনে নিয়েছেন। যার দাম শুনলেই চোখ কপালে উঠবে সকলের। প্রায় ২০০ কোটি টাকারও বেশি দামে সেই বাড়ি কিনে নিয়েছেন তিনি।
ফাইল ছবি: টুইটার
ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সর্বোচ্চ লটারি জ্যাকপট। প্রায় ১৬,০০০ কোটি টাকা। বলাই বাহুল্য, এক লহমায় জীবন বদলে গিয়েছিল বিজয়ীর। খাতায় কলমে, এই একদিনেই রতন টাটার মতো শিল্পপতির চেয়েও বেশি ধনী হয়ে যান ওই ব্যক্তি। আর ইতিমধ্যেই নতুন জীবনের স্বাদ নিতে শুরু করে দিয়েছেন লটারি বিজয়ী।
১৬,০০০ কোটি টাকারও বেশি অঙ্কের জ্যাকপট জেতার সঙ্গে সঙ্গেই ক্যালিফোর্নিয়ার ওই ব্যক্তি বিশ্বের অন্যতম ব্যয়বহুল অঞ্চলে একটি বিশাল প্রাসাদ কিনে নিয়েছেন। যার দাম শুনলেই চোখ কপালে উঠবে সকলের। প্রায় ২০০ কোটি টাকারও বেশি দামে সেই বাড়ি কিনে নিয়েছেন তিনি।
ব্রিটিশ সংবাদপত্র ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এই প্রাসাদের জন্য ৩০ বছর বয়সী ওই ব্যক্তি প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন বলে জানা গিয়েছে।
ক্যালিফোর্নিয়ার এই অঞ্চলে কারা থাকে জানেন? বিশ্বখ্যাত হলিউড অভিনেতা, পপ গায়ক, প্রযুক্তি সংস্থার মালিক, শিল্পপতিদের বাস এখানে। পর পর বিলাসবহুল বাড়ি তাঁদের। আর সেখানেই বাড়ি কিনলেন এই লটারিজয়ী ধনকুবের।
ডুইন কাস্ত্রো লটারির পুরো টাকাটাই একসঙ্গে নেন। কর এবং অন্যান্য ডিডাকশনের পর মোট ৯৯৭ মিলিয়ন মার্কিন ডলার বা ৮,১৮০ কোটি টাকা পান তিনি। এরপরেই প্রাসাদ কিনে নেন তিনি। রিয়েল এস্টেট ওয়েবসাইট ডার্টের প্রতিবেদন অনুযায়ী, কাস্ত্রো ক্যালিফোর্নিয়ার হলিউড হিলস এলাকায় একটি সম্পত্তি কিনেছেন।
অনেকেই বলছেন, শুরুতেই ২০০ কোটি টাকা খরচ করাটা বুদ্ধিমানের কাজ নয়। তবে বিনিয়োগ বিশেষজ্ঞদের মতে, বড় অঙ্কের রিয়েল এস্টেটে খরচ করা খুবই ভাল সিদ্ধান্ত। এটি একটি বর্ধীয়মান সম্পদ। অর্থাত্, সময়ের সঙ্গে এই ২০০ কোটি টাকার প্রাসাদেরই দাম ২৫০-৩০০ কোটি টাকায় পৌঁছে যাবে। গাড়ি, বিমান ইত্যাদিতে খরচ করার তুলনায় এটি তাই সঠিক সিদ্ধান্ত। তবে এত বড় বাড়ি রক্ষণাবেক্ষণের খরচও নেহাত্ কম নয়।
প্রতিবেদন অনুসারে সব মিলিয়ে সম্পত্তি মোট ১৩,৫৭৮ বর্গফুটের। এতে দু'টি সাজঘর, ছয়টি টয়লেট/বাথরুম এবং পাঁচটি বেডরুম রয়েছে।