
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
তাঁর জীবন রঙিন নয়। তবে বর্ণময় বটে। তাই সাধারণ জীবনযাপন করেন তিনি। টালির চালকেই পছন্দ করে আঁকড়ে ধরেন। বৈভবের জীবনযাত্রাকে নয়। তাই তাঁকে পরতে দেখা যায় সাদা খোল, সরু পাড়ের শাড়ি। তবে অনুষ্ঠানের বৈচিত্র্যে শাড়ির পাড়ের বৈচিত্র্য দেখা যায়। যেমন একুশে ফেব্রুয়ারি দিনটিতে তাঁর শাড়ির পাড়ে ‘অ আ ক খ’ লেখা ছিল। মোহনবাগান ক্লাবের অনুষ্ঠানে পাড়ের রং ছিল সবুজ–মেরুন। আবার যখন তিনি ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে তখন লাল–হলুদ। ফ্যাশন বলতে এইটুকুই। এবার তাঁকে দেখা গেল নিজের পাওয়া উপহারের শাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর জন্য বরাদ্দ করে দিলেন। হ্যাঁ, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, পাটনায় বিরোধীদের মেগা বৈঠক। যেখান থেকে ২০২৪ সালে কেন্দ্রের বিজেপি সরকারের পতনের সলতে পাকানো হবে। তাই বৃহস্পতিবার সেখানে পৌঁছন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই লালুপ্রসাদ যাদবের বাড়িতে যান তাঁরা। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী একটি রঙিন প্রিন্টের শাড়ি দেন। আর তা দেখে হেসে ফেলেন বাংলার জননেত্রী। কারণ এত রঙিন শাড়ি তিনি পরেন না। আর সেখানে দাঁড়িয়ে তেজস্বী বলেন, ‘দিদি এটা মধুবনী আর্ট।’
তারপর ঠিক কী ঘটল? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন সেই মধুবনী প্রিন্টের শাড়ি অভিষেককে দিয়ে দেন মমতা। আর একই সঙ্গে অভিষেককে নেত্রী বলেন, ‘এটা তোর বউকে দিয়ে দিস।’ আজ, শুক্রবার পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে হতে চলেছে বিরোধীদের মেগা বৈঠক। ইতিমধ্যেই নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পাটনায় পৌঁছে গিয়েছেন বলে খবর। এত সুন্দর শাড়ি নিজে না পরে তাঁর স্ত্রীর জন্য বরাদ্দ করার ঘটনায় অভিষেকের মুখে হাসি ফোটে। তবে এটাও দেখলেন নেত্রীর ত্যাগ করার মানসিকতা।
আর কী ঘটল সেখানে? বাংলার মুখ্যমন্ত্রীও নিজের রাজ্যের সংস্কৃতি মেলে ধরতে পিছপা হননি। তিনি লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের বিয়েতে আসতে পারেননি। সেটা মনে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই বাংলার মুখ্যমন্ত্রী বাংলা থেকে তেজস্বীর স্ত্রীর জন্য একটি শাড়ি নিয়ে গিয়েছিলেন। সেটা রাবড়ি দেবীর হাতে তুলে দেন। আর বাংলার মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, ‘বিয়েতে তো আসতে পারিনি। তাই এখন উপহার নিয়ে এলাম।’ তেজস্বীর তিন মাসের মেয়ে আছে। তার জন্যও উপহার নিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাংলার মিষ্টি তো যাদব পরিবারকে তিনি দিলেনই। পারস্পরিক আতিথেয়তায় তখন অন্য রঙ লাগে যাদব পরিবারে। একে অন্যের সৌজন্য দেখল গোটা দেশ। সেই ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। বিহারের মধুবনী প্রিন্টের কদর সর্বত্র রয়েছে। সেই প্রিন্টের শাড়িও নিজে না নিয়ে দিয়ে দিলেন অভিষেককে। তাঁর স্ত্রীয়ের জন্য এটাই পাটনার উপহার।
৳7,777 IPL 2025 Sports Bonus