
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দেবেন্দ্র ফড়ণবীসকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করার বিষয়ে অনড় বিজেপি। এদিকে বিহারের উদাহরণ তুলে ধরে শিবসেনার মুখপাত্র তথা সাংসদ নরেশ মাসকে দাবি করেছেন, একনাথ শিন্ডেকেই যেন জোটের মুখ্যমন্ত্রী রাখা হয়। এমনকী সঞ্জয় রাউতের প্রসঙ্গ তুলে নরেশ বলেন, 'সঞ্জয় রাউতের মতন লোকেরা বলে বিজেপি নাকি শরিক দলগুলিকে ব্যবহার করে ফেলে দেয়। আশা করি বিজেপি নিজেদের কাজের মাধ্যমে সেই অভিযোগের যথাযথ জবাব দেবে।' তবে এই চাপানউরের মাঝেই দলীয় সমর্থকদের বড় নির্দেশ দিলেন একনাথ শিন্ডে। দক্ষিণ মুম্বইতে অবস্থিত মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন 'বর্ষা'র সামনে এসে জমায়েত করতে বারণ করলেন শিবসৈনিকদের। যা ঘিরে জল্পনা তুঙ্গে। (আরও পড়ুন: এবার ধেয়ে আসবে ঘূর্ণিঝড় ফেঙ্গল? প্রভাব পড়তে পারে বাংলার ওপরেও!)
আরও পড়ুন: রাজ্য়ের বিশ্ববিদ্যালয়ের জন্যে ১০০ কোটি দান করতেন আদানি, সেই টাকা 'ব্লক' করলেন CM
একনাথ শিন্ডে এরই মাঝে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট করে লেখেন, 'মহায্যুতি জোটের এই বিশাল জয়ের পরে আমাদের সরকার গঠন করা হবে। আমরা একজোট হয়েই নির্বাচনে লড়েছি এবং এখনও একজোট হয়েই আছি।' এরপর তিনি তাঁর পোস্টে আরও লেখেন, 'আমার প্রতি ভালোবাসা দেখাতে অনেকেই আবেদন করেছেন যাতে সমর্থকরা মুম্বইতে আসেন। এই ভালোবাসার জন্যে আমি কৃতজ্ঞ। তবে আমি আবেদন করছি কেউ যেন এভাবে আমার সমর্থনে রাস্তায় না নামেন।' (আরও পড়ুন: একের পর এক অভিযোগ, বাংলাদেশে 'প্রথম আলো' সংবাদপত্র বন্ধের দাবিতে বিক্ষোভ)
আরও পড়ুন: খতিয়ে দেখা হচ্ছে নথি, আদানি ঘুষ কাণ্ডে এবার বড় পদক্ষেপের পথে NDA সরকার?
এনসিপির সূত্র বলছে, ১৩২ পাওয়া বিজেপিরই মুখ্যমন্ত্রী হওয়া উচিত এবারে। এদিকে এনসিপি নিজেদের পরিষদীয় দলের নেতা হিসেবে অজিত পাওয়ারকে নির্বাচিত করেছে রবিবারই। অপরদিকে শিবসেনাও নিজেদের পরিষদীয় দলনেতা হিসেবে একনাথ শিন্ডেকে বেছে নিয়েছে। এদিকে মুখ্যমন্ত্রিত্ব ইস্য়ুতে মিডিয়ার সামনে এনসিপির রাজ্য সভাপতি বলেন, 'মুখ্যমন্ত্রী পদ নিয়ে কোনও বিতর্ক নেই। এই পদ নিয়ে কোনও দৌড়ও চলছে না। নতুন মুখ্যমন্ত্রীকে শীঘ্রই বেছে নেওয়া হবে। তিন দলের শীর্ষ নেতাদের বৈঠকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমি নিশ্চিত, এক-দু'দিনেই এই সংক্রান্ত গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।' এদিকে এনসিপি সূত্রে বলা হচ্ছে, '২০২২ সালের জুন মাসে একনাথ শিন্ডে ৪০ জন বিধায়ককে নিয়ে এসেছিলেন। তখন তাঁকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। তবে এখন বিজেপি নিজেরা ১৩২টি আসনে জিতেছে।' এই আবহে এনসিপি চাইছে, যাতে বিজেপির তরফ থেকে দেবেন্দ্র ফড়ণবীসই মুখ্যমন্ত্রী হন। অপরদিকে ফড়ণবীসকে মুখ্যমন্ত্রী করার বিষয়ে বিজেপিও নাকি এনসিপিকে বার্তা পাঠিয়েছে। তবে সূত্রের দাবি, একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়তে ইচ্ছুক নন। তবে একনাথকে ছাড়াও বিজেপি সরকার গঠন করতে সমর্থ হবে অজিত পাওয়ারের সমর্থনে। তার ফলে শিবসেনার ওপরে চাপ রয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports