ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হতেই বুল রানের আবির্ভাব ঘটল দালাল স্ট্রিটে। সোমবার বাজার খুলতেই ২২০০ পয়েন্টের বেশি লম্বা লাফ দিয়েছে সেনসেক্স। বাজার খোলার আধ ঘণ্টার মধ্যে আড়াই শতাংশেরও বেশি বেড়েছে নিফটি৫০ও। আর শেয়ার বাজারের মতিগতি দেখে বিশেষজ্ঞরা আশা করছেন, সংঘর্ষ বিরতি ঘোষণার পর এবার হয়ত লক্ষ্মীলাভ হতে চলেছে বাজারে।
আরও পড়ুন-রবিবার প্রথম 'শান্ত রাত'! সংঘর্ষ বিরতি লঙ্ঘনের সাহস দেখায়নি পাকিস্তান, জানাল সেনা
সোমবার শেয়ার বাজার খোলার পরই লাফিয়ে বাড়তে শুরু করে স্টক এক্সচেঞ্জের সূচকগুলির গ্রাফ।এদিন সকাল ৯ টা ১৬ নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় ২.১৫ শতাংশ অথবা ১৭০৬.১৮ পয়েন্ট বৃদ্ধি পায়। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় ২.১৮ শতাংশ অথবা ৫২২.৪৫ পয়েন্ট ঊর্ধ্বগামী হয়।কিছুক্ষণের মধ্যেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ২২০০ পয়েন্টের বেশি বেড়ে সেনসেক্স সাড়ে ৮১ হাজারের গণ্ডি অতিক্রম করে ফেলে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০ ৬৮৮ পয়েন্ট বেড়ে ২৪ হাজার ৭০০ পয়েন্টে দাঁড়ায়।এদিন নিফটি মিডক্যাপ১০০ এবং নিফটি স্মলক্যাপ১০০ -এর সূচক প্রায় ৩.০৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সেক্টরগুলির মধ্যে নিফটি ফার্মা, এবং নিফটি হেলথকেয়ারের সূচক নিম্নগামী হয়। অন্যদিকে, নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি এফএমসিজি, নিফটি মেটাল, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি কনজাম্পশন, নিফটি পিএসই, নিফটি সার্ভিসেস সেক্টর, নিফটি কনজিউমার ডিউরেবলস, এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচক সবচেয়ে বেশি বেড়েছে।
আরও পড়ুন-রবিবার প্রথম 'শান্ত রাত'! সংঘর্ষ বিরতি লঙ্ঘনের সাহস দেখায়নি পাকিস্তান, জানাল সেনা
সপ্তাহের প্রথম দিনে যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে সেগুলি হল, রিলায়েন্স পাওয়ার, ত্রিবেণী টারবাইন, আইএফসিআই, নেটওয়েব টেকনোলজিস, স্নাইডার, এইচএফসিএল, সেরা স্যানিটারি, সোনাটা সফটওয়্যার, ব্রেনবিজ সলিউশনস, সিরমা এসজিএস টেকনোলজিস এবং কির্লোস্কার অয়েলের শেয়ার। অন্যদিকে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে, কেপিআর মিল, সান ফার্মা, সুভেন ফার্মা, সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া, ডিভিস ল্যাবস, ইউনাইটেড ব্রিউয়ারিজ, কনকর্ড বায়োটেক, লুপিন, বায়োকন, হিন্দুস্তান এরোনটিক্স, জিই শিপিং।বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি ইতিবাচক বার্তা নিয়ে এসেছে শেয়ার বাজারে। সেই আশাতেই সোমবার বাজার খুলতেই এই বুল রান সেনসেক্স ও নিফটি-র।