বাংলা নিউজ >
ঘরে বাইরে > ‘মেয়ে ছোটবেলায় বলত…!’ অপারেশন সিঁদুর, কী বলছেন কর্নেল সোফিয়া কুরেশির মা-বাবা?
পরবর্তী খবর
‘মেয়ে ছোটবেলায় বলত…!’ অপারেশন সিঁদুর, কী বলছেন কর্নেল সোফিয়া কুরেশির মা-বাবা?
1 মিনিটে পড়ুন Updated: 07 May 2025, 07:55 PM IST Satyen Pal বুধবার নিউদিল্লিতে অপারেশন সিঁদুরের মিডিয়া ব্রিফিং। সেখানে ছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি, উইং কমান্ডার ব্যোমিকা সিং ও কর্নেল সোফিয়া কুরেশি। কর্নেল ভিডিয়োর মাধ্যমে তুলে ধরেন কীভাবে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে।
কর্নেল সোফিয়া কুরেশি। (ANI Photo/Rahul Singh) কর্নেল সোফিয়া কুরেশি। অপারেশন সিঁদুরের পরে সাংবাদিক বৈঠক। এক লেডি অফিসার বলছিলেন কখন অপারেশন চালানো হয়েছে। মনে করিয়ে দিচ্ছিলেন পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার কথা। এই অফিসারের কথায় একদিকে গর্বিত অন্য়দিকে আশ্বস্ত গোটা দেশ। তিনি কর্নেল সোফিয়া কুরেশি।