পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ভারতীয় নৌসেনার এক অফিসারের মৃত্যু হল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, কর্মসূত্রে কেরলের কোচিতে থাকতেন নৌসেনার অফিসার লেফটেন্যান্ট বিনয় নরওয়াল (২৬)। ছুটিতে কাশ্মীরে গিয়েছিলেন। আর মঙ্গলবার যে জঙ্গি হামলা চলেছে, তাতে মৃত্যু হয়েছে ভারতীয় নৌসেনার ওই অফিসারের। আদতে হরিয়ানার ছেলে লেফটেন্যান্ট নরওয়ালের বিয়ে হয়েছিল গত ১৬ এপ্রিল। আর ছয়দিন পরেই কাশ্মীরে এরকম ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হল ভারতীয় নৌসেনার অফিসারের।
জঙ্গি হামলায় মৃত্যু IB অফিসারের
ওই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ইনটেলিজেন্স ব্যুরোর (আইবি) এক অফিসারেরও। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, আদতে বিহারের বাসিন্দা হলেও ওই ব্যক্তি হায়দরাবাদের ইনটেলিজেন্স ব্যুরোর অফিসে সেকশন অফিসার হিসেবে কাজ করতেন। স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে ‘লিভ ট্রাভেল অ্যালোওয়েন্স’ (এলটিসি) জম্মু ও কাশ্মীরে গিয়েছিলেন।
জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে
আর মঙ্গলবার সেই জঙ্গি হামলায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের অধিকাংশই পর্যটক বলে প্রাথমিকভাবে দাবি করা হয়েছে। পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, আধিকারিকরা জানিয়েছেন যে পহেলগাঁওয়ের কয়েক কিলোমিটার দূরে বৈসরন উপত্যকায় জঙ্গিরা হামলা চালায়। নির্বিচারে গুলি চালাতে থাকে। তার জেরে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন ভারতীয় নৌসেনার অফিসার ছিলেন। দু'জন বিদেশি এবং দু'জন স্থানীয় বাসিন্দারও মৃত্যু হয়েছে।
আপাতত যা খবর, যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা আছেন। মৃত্যু হয়েছে ওড়িশার এক প্রৌঢ়ের। কর্ণাটকের এক ব্যক্তি, হরিয়ানার এক ব্যক্তি, মহারাষ্ট্রের পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে। যে দু'জন বিদেশির মৃত্যু হয়েছে, তাঁদের পরিচয় আপাতত সরকারিভাবে জানানো হয়নি। কতজন হতাহত হয়েছেন, তাও সরকারিভাবে জানানো হয়নি।
বুধবার পহেলগাঁও যাবেন অমিত শাহ?
তারইমধ্যে মঙ্গলবার জঙ্গি হামলার খবর পাওয়ার পরই তড়িঘড়ি শ্রীনগরে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রীনগরে নেমেই সরাসরি রাজভবনে চলে যান। সূত্রের খবর, যে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা চলেছে, সেখানে বুধবার যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে সৌদি আরব সফর কাটছাঁট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তড়িঘড়ি দেশে ফিরে আসতে পারেন বলে শোনা যাচ্ছে।