Prachand: ভারতের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ কপ্টার চালাবেন মহিলা পাইলটরা Updated: 11 Oct 2022, 06:04 PM IST Soumick Majumdar সম্পূর্ণ দেশীয়-নির্মিত এটি। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এটি তৈরি করেছে। মার্কিন মুলুকের অ্যাপাচে হেলিকপ্টারের মতোই এটি অত্যন্ত দ্রুতগতিতে উড়তে পারে। তাছাড়া দুরন্ত আক্রমণ, আকাশপথে শত্রু হানা প্রতিরোধেও এটি পারদর্শী।