বিশ্ব এগিয়ে চলেছে এআই-চালিত ভবিষ্যতের দিকে। সেই ভবিষ্যতে 'সারভাইভাল অফ দ্য ফিটেস্ট'-এর লড়াইয়ে নিজেকে যোগ্যতম প্রমাণ করতে গেলে কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়াচ এড়িয়ে বাঁচা সম্ভব? গুগল ডিপমাইন্ড-এর সিইও ডেমিস হাসাবিস নতুন প্রজন্মকে স্পষ্ট এক বার্তা দিয়েছেন। 'শেখার পদ্ধতি'র উপর জোর দিয়েছেন তিনি। এখনই এই নয়া প্রযুক্তিকে সঙ্গী করে না চলতে পারলে ভবিষ্যৎ যে আঁধারে, তা মোটামুটি দ্ব্যর্থহীন ভাষাতেই বুঝিয়ে দিয়েছেন হাসাবিস।
আরও পড়ুন-পাক-চিনের হাঁটুতে কাঁপুনি ধরবে! ২০৩৫-র মধ্যে বড় পরিকল্পনা ভারতীয় নৌসেনার
ডেমিস হাসাবিস তাঁর সংস্থার সবচেয়ে উচ্চমানের এআই উন্নয়নের নেপথ্যের উন্নত গবেষণা ল্যাব, গুগল ডিপমাইন্ড-এর নেতৃত্ব দিচ্ছেন। এরমধ্যেই রয়েছে জেমিনি চ্যাটবট। সংস্থার প্রয়াস এখন কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা অর্জন। বিষয়টি যা এখনও অবাস্তব স্তরেই রয়েছে।আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স(এজিআই) হচ্ছে এআই-এর এমন এক রূপ যা মানুষের মতো যুক্তি ও বিশ্লেষণে সক্ষম। অ্যাক্রোপলিসের কাছে প্রাচীন রোমান থিয়েটারে বক্তৃতা দিতে গিয়ে হাসাবিস বলেন, এআই-এর দ্রুত গতি ভবিষ্যদ্বাণী করাকে অত্যন্ত কঠিন করে তোলে। তাঁর কথায়, 'স্বাভাবিক ক্ষেত্রে, আজ থেকে ১০ বছর পর কী হতে চলছে তা ভবিষ্যদ্বাণী করা খুবই কঠিন। কারণ, এআই দ্রুত পরিবর্তিত হচ্ছে, এমনকী সপ্তাহে সপ্তাহেও।' হাসাবিস আরও জানান, 'আপনি নিশ্চিতভাবে বলতে পারেন যে বিশাল পরিবর্তন আসছে। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স(এজিআই)-মানব স্তরে অনেক কাজ করতে সক্ষম যন্ত্র।এটি এক দশকের মধ্যে চলে আসতে পারে।এটি বড় অগ্রগতি ভবিষ্যত বয়ে আনতে পারে, কিন্তু ঝুঁকিও রয়েছে।'
আরও পড়ুন-পাক-চিনের হাঁটুতে কাঁপুনি ধরবে! ২০৩৫-র মধ্যে বড় পরিকল্পনা ভারতীয় নৌসেনার
তিনি 'মেটা-স্কিল'-এর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। অঙ্ক, বিজ্ঞানের মতো সাধারণ বিষয়ের পাশাপাশি নতুন বিষয়গুলিতে শিক্ষা পদ্ধতির এবং দৃষ্টিভঙ্গি উন্নত করতে হবে।২০২৪ সালে রসায়নে নোবেলজয়ী বলেন, 'আপনাকে ক্রমাগত শিখতে হবে ... আপনার কর্মজীবন জুড়ে।' হাসাবিস তাঁর সংস্থার প্রয়াস এখন কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) অর্জন। বিষয়টি যা এখনও অবাস্তব স্তরেই রয়েছে। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স(এজিআই) হচ্ছে এআই-এর এমন এক রূপ যা মানুষের মতো যুক্তি ও বিশ্লেষণে সক্ষম। সাম্প্রতিক এক সম্মেলনে, হাসাবিস বলেছেন গুগল ডিপমাইন্ড আর বছর দশেকের মধ্যেই এজিআই তৈরি করে ফেলবে। ফলে নিকট ভবিষ্যতে এআই কী রূপ নেবে, তা অনুমেয়।