হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২১। সেখানে অংশ নিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। হিন্দুস্তান টাইমসের ন্যাশানাল পলিটিকাল এডিটর সুনেত্রা চৌধুরী কথা বলেন তাঁর সঙ্গে। কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান বলেন, আমি রাহুল গান্ধীকে সিরিয়াসলি দেখি না। তিনি তো কোনওদিন জমিও দেখেননি, গ্রামও দেখেননি। যেভাবে তিনি বিবৃতি দেন সেটা দেশের মানুষ কিংবা কৃষকরা বিশ্বাস করেন না। তাছাড়া গোটা দেশ জুড়ে কংগ্রেসেরও এমন একটি দুর্ভাগ্যজনক অবস্থা। জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
পাশাপাশি তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই কংগ্রেস নেতৃত্বকে পাত্তা দেন না। বিজেপির এই প্রবীন নেতার দাবি, যে কংগ্রেসের রাহুল গান্ধীর মতো এমন নেতা আছে, সেই দলের আর কোনও শত্রুর প্রয়োজন নেই। দেখুন পঞ্জাবে ওরা কী করল! অমরিন্দর সিংকে দিয়ে তো ভালোই চলছিল। তারা কোথা থেকে উপদেশ পান আমি জানি না। দাবি শিবরাজ চৌহানের।
রাজনৈতিক আলোচনার পাশাপাশি ওমিক্রন নিয়েও মুখ খুলেছেন তিনি। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই যাতে ১০০ শতাংশ টিকা দিতে পারি তার চেষ্টা করছি। পাশাপাশি তিনি জানিয়েছেন ওমিক্রনের ব্যাপারটা জানি। তবে এনিয়ে উদ্বিগ্ন নই। আমি বিশ্বাস করি এই সংক্রমণের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে। মধ্যপ্রদেশে আমরা সেটাই করছি। জনতাও এই লড়াইয়ের শরিক।