শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেফতার করল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে উঠেছে তাঁর বিরুদ্ধে।শুক্রবার এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার এক শীর্ষ গোয়েন্দা আধিকারিক।আর এই ঘটনায় শ্রীলঙ্কার জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয়ে তাঁর স্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যান রনিল বিক্রমসিংহে। তিনি তখনও দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। ওই সফরের জন্য তিনি সরকারি অর্থ ও নিরাপত্তা সুবিধা ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে।এই মামলার তদন্তে বিক্রমাসিংহেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত শেষে তাকে গ্রেফতার করে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।ইতিমধ্যে ব্যক্তিগত সফরের জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করার অভিযোগে রনিল বিক্রমসিংহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। এদিকে, প্রাক্তন প্রেসিডেন্টের গ্রেফতারের পর শ্রীলঙ্কার রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আরও পড়ুন-গেম ওভার! বন্ধ হচ্ছে ড্রিম ১১, জুপি, এমপিএল? চাকরি খোয়াবে বহু মানুষ
২০২৩ সালে হাভানা থেকে ফেরার পথে রনিল বিক্রমাসিংহে লন্ডনে গিয়েছিলেন। যেখানে তিনি জি৭৭ শীর্ষ সম্মেলনে যোগ দেন। তারপর তিনি এবং তার স্ত্রী উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এর বিক্রমসিংহে আগে দাবি করেছিলেন, তার স্ত্রীর সফরের ব্যয় সম্পূর্ণ নিজ খরচে হয়েছিল, এবং সরকারি অর্থ এতে ব্যবহৃত হয়নি। তবে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর দাবি, পুরো সফরের খরচ এবং দেহরক্ষীদের ব্যয়ও রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়েছিল।এদিকে বিক্রমাসিংহের সমর্থকেরা অভিযোগ করছেন, এটি বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার কৌশল এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে, ক্ষমতাসীন দল বলছে, দুর্নীতি দমন ও জবাবদিহি নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।বিশ্লেষকদের আশঙ্কা, এই ঘটনার জেরে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল ও জটিল হয়ে উঠতে পারে।
আরও পড়ুন-গেম ওভার! বন্ধ হচ্ছে ড্রিম ১১, জুপি, এমপিএল? চাকরি খোয়াবে বহু মানুষ
উল্লেখ্য, বিক্ষোভ, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে গোতাবায়া রাজাপাকসে পদত্যাগের পর ২০২২ সালের জুলাইয়ে বিক্রমসিংহে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সে দেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে মনে করা হয়।