টেসলার নতুন শোরুম ওপেন করার পর কেটে গিয়েছে এক মাস। এর মধ্যে লঞ্চ করা হয়েছে মডেল ‘ওয়াই’। এবার ভারতে তাদের প্রথম গাড়ি বিক্রি করল টেসলা। সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করেছেন এএনআই সংবাদমাধ্যম। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মহারাষ্ট্রের পরিবহনমন্ত্রী প্রতাপ সারনায়েক মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের ‘টেসলা এক্সপেরিয়েন্স সেন্টার’ থেকে তাঁর ওয়াই মডেলের গাড়িটি ডেলিভারি নিচ্ছেন। ১৫ জুলাই উদ্বোধন হয়েছিল এই মডেলটির। এবার দেশে প্রথম বিক্রি হল এলন মাস্কের সংস্থার গাড়ি।
আরও পড়ুন - কল সেন্টারে ১০০% শুল্ক চাপানোর আর্জি! চরম ভারতবিদ্বেষ মার্কিন ইনফ্লুয়েন্সারদের
কত দাম গাড়ি দুটির?
তবে এই গাড়িটি রেগুলার মডেল না লং রেঞ্জ, তা এখনও স্পষ্ট নয়। টেসলার RWD-এর দাম শুরু হচ্ছে ৫৯.৮৯ লক্ষ টাকা থেকে। অন্যদিকে লং রেঞ্জ RWD-এর দাম শুরু ৬৭.৮৯ লক্ষ টাকা থেকে। এই দুই দামই অন রোড বা এক্স শোরুম দাম। সংবাদ সংস্থা ব্লুমবার্গের খবর, এখনও পর্যন্ত ভারতে ৬০০ গাড়ির অর্ডার পেয়েছে টেসলা। এলন মাস্কের সংস্থার প্রত্যাশা ছিল এর থেকে বেশি। তবে টেসলা প্রতি বছরে ভারতে ৩৫০-৫০০ গাড়়ি রফতানির পরিকল্পনা করেছে। সেই মাফিক সাংহাই থেকে সেপ্টেম্বরের গোড়াতেই দেশে এসে পৌঁছেছে প্রথম ব্যাচের গাড়িগুলি।
ভারতের ইভির বাজার কেমন?
ভারতের ইভি বা ইলেকট্রিক ভেহিকলের বাজার অনেকটাই ছোট। পরিসংখ্যান বলছে, এই বছর এপ্রিল থেকে জুলাই মাসে বিক্রি হওয়া মোট গাড়ির মধ্যে মাত্র ৫ শতাংশ ছিল ইলেকট্রিক ভেহিকল। তবে এই সময় গাড়ি বিক্রি দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে ভারতে ইভি গাড়ির বিক্রি ৯৩ শতাংশ বেড়ে ১৫,৫০০ ইউনিটে দাঁড়িয়েছে।
আরও পড়ুন - শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় দেশের সেরার তালিকায় যাদবপুর!IIT খড়গপুরের ব়্যাঙ্ক কী
কী বিশেষত্ব টেসলার ওয়াই মডেলের?
টেসলার মডেল Y দুটি নির্দিষ্ট ভেরিয়েন্টে ভারতে পাওয়া যাচ্ছেট। এর মধ্যে একটি 60kWh ব্যাটারিসহ রিয়ার-হুইল ড্রাইভ (RWD)। অন্যটি 75kWh ব্যাটারি সহ লং রেঞ্জ RWD। স্ট্যান্ডার্ড RWD-এর রেঞ্জ ৫০০ কিলোমিটার। এছাড়়াও, ৫.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে। অন্যদিকে লং রেঞ্জ RWD ৫.৬ সেকেন্ডের স্প্রিন্টে ৬২২ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রসারিত করে। দুইয়েরই সর্বোচ্চ গতি ২০১ কিলোমিটার প্রতি ঘণ্টা।