বাংলা নিউজ > ঘরে বাইরে > Fact Check: সমুদ্রের উপর এই সুবিশাল ব্রিজটি মুম্বইয়ে নয়, বরং চিনে অবস্থিত
পরবর্তী খবর
Fact Check: সমুদ্রের উপর এই সুবিশাল ব্রিজটি মুম্বইয়ে নয়, বরং চিনে অবস্থিত
1 মিনিটে পড়ুন Updated: 13 May 2024, 01:23 PM ISTNewschecker
, ‘এটা বিদেশ নয়,মুম্বাই এর হাইওয়ে… এবার বলুন,কেন 400 পার হবে না…’। () একই ধরনের একটি ভিডিয়ো দেখতে পাওয়া যায়। মঙ্গোলিয়ান ভাষায় যার ক্যাপশনে লেখা হয়েছে, এটি চিনের শানদোং প্রদেশের কোয়াংদাও এলাকার জিয়াংজও বে ব্রিজ ।
অনেকেই চিনা ভাষায় , পোস্ট করেছেন। তেমন একটি ভিডিয়োর যে ফ্রেম দেখতে পাওয়া যায়, ভাইরাল ছবিটিও একই রকম দেখতে।
খুঁজে পাই। ২৬ মাইল দীর্ঘ এই ব্রিজটি বেজিংয়ের দক্ষিণ-পূর্বে অবস্থিত বন্দর শহর যুক্ত করেছে।
আরও জানা যায় যে, ছয় লেন ও দুদিকেই চলাচলে যোগ্য ব্রিজটি তৈরি হতে চার বছর সময় লেগেছিল এবং ২০১১ সালের ৩০ জুন সেটির উদ্বোধন হয়েছিল।
চিনা সংবাদমাধ্যম যেমন ও ব্রিজটির বহু ভিডিয়ো ফেসবুকে পোস্ট করেছিল।
এছাড়া সাহায্যে শানদোং প্রদেশে অবস্থিত জিয়াংজও বে ব্রিজটি আমরা চিহ্নিত করতে পারি। ম্যাপে ব্রিজটির একাধিক ছবিও রয়েছে। যার সঙ্গে ভাইরাল ছবিটির খুঁজে পাওয়া যায়।
Conclusion
সুতরাং এখান থেকেই স্পষ্ট যে ভাইরাল ছবিটি মুম্বইয়ের কোনও উড়ালপুলের নয়, বরং সেটি চিনের একটি ব্রিজের।