ভোটার তালিকায় ভুলভ্রান্তি থাকার যে অভিযোগ তুলেছে বিভিন্ন বিরোধী দল, সেটার প্রেক্ষিতে নির্বাচন কমিশন মুখ খুলল। জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এই ভুলগুলো যদি সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে জানানো হত, তাহলে এগুলো সংশোধন করা যেত। উল্লেখযোগ্য বিষয় হল যে বিভিন্ন বিরোধী দলের নেতা-নেত্রীরা ভোটার তালিকায় ভুল নিয়ে ক্রমাগত আক্রমণ করছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী তো ভোট চুরির অভিযোগ পর্যন্ত করেছেন। সম্প্রতি বিরোধী সাংসদরা এ নিয়ে মিছিলও করেছিলেন।
আরও পড়ুন: ভারতকে শুল্ক, অথচ নিজেই রাশিয়ার সঙ্গে ব্যবসা বাড়িয়েছে ট্রাম্প, ফাঁস খোদ পুতিনের
ইদানীং একাধিক রাজনৈতিক দল ভোটার তালিকায় ভুলের বিষয়টি উত্থাপন করছে। এর মধ্যে অতীতের ভুলও রয়েছে। কমিশনের বক্তব্য, ভোটার তালিকা সংক্রান্ত যে কোনও বিষয় উত্থাপনের উপযুক্ত সময় ছিল। সমস্ত রাজনৈতিক দল এবং প্রার্থীদের যে ভোটার তালিকা ভাগ করে দেওয়া হয়, সেটার পিছনেই এই উদ্দেশ্যই থাকে। এই বিষয়গুলি উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে সঠিক সময়ে উত্থাপন করা উচিত ছিল। যদি ভোটার তালিকায় ভুলভ্রান্তি থেকে থাকে, তাহলে সময় বললে সংশোধন করে নেওয়া হত।
আরও পড়ুন: CRS পরীক্ষায় কি পাশ করল এয়ারপোর্ট মেট্রো? নোয়াপাড়া-বিমানবন্দরের ভাগ্য পালটাবে
এদিকে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ঘোষণা করেছেন যে তিনি রবিবার 'ভোট চুরির' বিরুদ্ধে সাসারাম থেকে 'ভোটার অধিকার যাত্রা' শুরু করবেন। বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের আরও বেশ কয়েকজন নেতা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রাক্তন কংগ্রেস সভাপতির এই সফরে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের বিষয়টিও উঠবে।
আরও পড়ুন: জাহাজ তৈরি, প্রতিরক্ষা থেকে সেমিকন্ডাক্টর, AI- কোরিয়ার সঙ্গে সম্পর্কে জোর ভারতের
রাহুল গান্ধী বলেন, ১৬ দিনে ২০টি জেলায় ১৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই যাত্রা। রাহুল গান্ধী ‘এক্স’-এ পোস্ট করেছেন যে আমরা ভোটার অধিকার যাত্রা নিয়ে জনসাধারণের কাছে আসছি। এটা সবচেয়ে মৌলিক গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই- 'এক ব্যক্তি, এক ভোট'। সংবিধান বাঁচাতে বিহারে আমাদের সঙ্গে যোগ দিন।