দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা এবং প্রযুক্তিতে অংশীদারিত্ব বাড়াতে চায় ভারত। দক্ষিণ কোরিয়ান প্রতিপক্ষ চো হিউনের সঙ্গে বৈঠকের পর জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গত কয়েক বছরে ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক আরও উন্নতি হয়েছে, বিশেষ করে বাণিজ্য ও প্রতিরক্ষা ক্ষেত্রে।
বর্তমানে ভারত সফরে রয়েছেন দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হিউনে। শনিবার নয়া দিল্লিতে তাঁর সঙ্গে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এবং তার প্রতিপক্ষ নতুন নতুন সেমি কনন্ডাক্টর, পরিবেশবান্ধব শক্তি, প্রতিরক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।
শুধু তাই নয়, আলোচনায় সামগ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপায়গুলি উঠে এসেছে। বৈঠকের পর এক্স বার্তায় জয়শঙ্কর জানান, 'বাণিজ্য, উৎপাদন, সামুদ্রিক মত বিনিময়ের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, ক্লিন এনার্জি এবং প্রতিরক্ষায় নতুন সুযোগের ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে।' জয়শঙ্কর বলেন, তিনি এবং দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং সমসাময়িক বৈশ্বিক উন্নয়নের উপর দৃষ্টিভঙ্গি বিনিময়ের উপর জোর দিয়েছেন।
আরও পড়ুন-ঝুঁকিপূর্ণ যাত্রী পরিষেবা! লাগাতার টেইল স্ট্রাইকে জেরবার 'ইন্ডিগো'
তাঁর কথায়, 'আমাদের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের ১০ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে গভীর সমন্বয় প্রশংসা পাওয়ার যোগ্য।' পাশাপাশি বৈঠকের শুরুতে জয়শঙ্কর গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর জন্য সিউলকে ধন্যবাদ জানান। 'অপারেশন সিঁদুরে'র পর দক্ষিণ কোরিয়া সফরকারী ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলকে দক্ষিণ কোরিয়া যে সমর্থন করেছে, সে কথাও বিদেশমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, 'আপনার (বিদেশমন্ত্রী হিসেবে) দায়িত্ব গ্রহণের এক মাসও এখনও পূর্ণ হয়নি, এবং আমাদের স্বাধীনতা দিবসের ঠিক একদিন পর আপনি এখানে এসেছেন, এই বাস্তবতাই দুই দেশের সম্পর্ক নিয়ে অনেক কিছু বলে দিয়েছে।'
আরও পড়ুন-ঝুঁকিপূর্ণ যাত্রী পরিষেবা! লাগাতার টেইল স্ট্রাইকে জেরবার 'ইন্ডিগো'
উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর বিশ্বমঞ্চে পাকিস্তানের কোমর ভাঙতে ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল তৈরি করে কেন্দ্র। বিশ্বের মোট ৩৩টি দেশে সফর করেছে এই প্রতিনিধি দলগুলি। জেডিইউয়ের সঞ্জয় ঝাঁর নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল যায় দক্ষিণ কোরিয়াতে। সেখানে ঐক্যবদ্ধভাবে পহেলগাঁও জঙ্গি হামলার প্রতি দৃষ্টি আকর্ষণ এবং ভারতের প্রতিক্রিয়া তুলে ধরা হয়। ভারতকে সমর্থন জানায় সিওল।