দিল্লি থেকে গোয়াগামী ইন্ডিগোর ৬ই ৬২৭১ উড়ানটি গতকাল জরুরি অবতরণ করেছিল মুম্বই বিমানবন্দরে। এই আবহে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণের আগে ইন্ডিগোর পাইলটরা 'প্যান প্যান প্যান' ঘোষণা করেন। ১৯১ জন আরোহী নিয়ে এয়ারবাস এ৩২০নিও বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়া বিমানবন্দরের উদ্দেশে উড়ে যাওয়ার পর মাঝ আকাশে ইঞ্জিনের ত্রুটি দেখা দেয়। এর জেরে মুম্বাইয়ে জরুরি অবতরণ করেছিল বিমানটি। রাত ৯টা ৫৩ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। (আরও পড়ুন: প্রথম স্ত্রী থাকাকালীন কি দ্বিতীয় স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব নিতে বাধ্য স্বামী?)
আরও পড়ুন: আমেরিকার আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা
মুম্বই বিমানবন্দরের আধিকারিকরা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ইন্ডিগোর বিমানটি যখন ভুবনেশ্বর থেকে প্রায় ১০০ নটিকাল মাইল উত্তরে উড়ছিল, তখন ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, 'বিমানের ১ নম্বর ইঞ্জিনে ত্রুটির কারণে পাইলট 'প্যান প্যান প্যান' (প্রাণঘাতী নয় এমন জরুরি বার্তা) ঘোষণা করেছিলেন।' পরে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির জেরে বিমানটির গতিপথ বদল করা হয়েছিল। (আরও পড়ুন: আজই শেষ আলোচনা, ট্রাম্প বললেন- 'ভারতের সাথে শুল্ক চুক্তির খুব কাছাকাছি আমেরিকা')
আরও পড়ুন: চিনা মাদক পাচারের অভিযোগে আমেরিকায় ধৃত পঞ্জাবি গ্যাংস্টার, যোগ ISI-এর সঙ্গেও, কে এই ওপিন্দর সিং?
উড়ান সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, ১৬ জুলাই তারিখে দিল্লি থেকে গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে ৬ই ৬২৭১ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। প্রক্রিয়া অনুসরণ করে বিমানটিকে ঘুরিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। রাত ৯টা ৩২ মিনিট নাগাদ বিমানকর্মীরা মুম্বই যাওয়ার অনুরোধ করেন। তখনই এসওপি অনুসারে, একটি অ্যাম্বুলেন্স এবং দমকলের গাড়ি প্রস্তুত রাখা হয় বিমানবন্দরে। অবতরণের পরও বে পর্যন্ত বিমানটিকে অনুসরণ করেছিল অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবা প্রদানকারীরা।
এদিকে জানা গিয়েছে, বিমানের সব যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে আছেন। ইন্ডিগো ফ্লাইট ৬ই ৬২৭১ ফের আকাশে ওড়ার আগে এর প্রয়োজনীয় পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ হবে। এই আবহে সেই বিমানে থাকা যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করে ইন্ডিগো। এর আগে রবিবার পুনে থেকে দিল্লিগামী স্পাইসজেটের একটি বিমান টেকঅফের আগে রানওয়েতেই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। এর কারণে উড়ানটি পিছিয়ে দিতে হয়েছিল স্পাইসজেট। যাত্রীদের দাবি, ১৩ জুলাই দুপুর ১২টায় ফ্লাইটটি ছাড়ার কথা থাকলেও ৯ ঘণ্টারও বেশি বিলম্বে রাত ৯টা ৫ মিনিটে ছাড়ে। যাত্রীরা জানান, রানওয়ের দিকে ট্যাক্সি করার পর হঠাৎ বিমানটি থেমে গিয়েছিল। এরপর প্রায় এক ঘণ্টা বিমানের ভেতরে আটকে ছিলেন যাত্রীরা। এর আগে গত সপ্তাহে ইন্দোর থেকে রায়পুরগামী ইন্ডিগোর একটি বিমান ৫১ জন যাত্রী নিয়ে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়েছিল। ইন্দোরের দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দরের পরিচালক বিপিনকান্ত শেঠ বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ইন্দোর থেকে ৬০ নটিক্যাল মাইল পথ অতিক্রম করার পর পাইলট ৬ই-৭২৯৫ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি বুঝতে পেরেছিলেন।