পূর্ব জেরুজালেমে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা। যাত্রীবাহী বাসে জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন বহু মানুষ। এমনটাই জানিয়েছে ইজরায়েলের জরুরি পরিষেবা।একইসঙ্গে পুলিশ জানিয়েছে, দুই জঙ্গিকেই নিকেশ করা হয়েছে।
আরও পড়ুন-স্প্যানিশ তারকার জয়ে 'নাখুশ!' ইউএস ওপেনের ফাইনালে ভাইরাল ট্রাম্পের বেজার মুখে
জানা গিয়েছে, সোমবার জেরুজালেমের ইগাল ইয়াদিন স্ট্রিটের রামোট জংশনে ঘটেছে জঙ্গি হামলা। আচমকা ৬২ নম্বর বাসে উঠে যাত্রীদের ওপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।পরে হামলায় জড়িত দুজনকে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনার পর জেরুজালেমের ভেতরে এবং বাইরের সব প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে।এমডিএ প্যারামেডিক নাদাভ তাইব বলেন, 'আমরা গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েই সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেছি। আমরা যখন পৌঁছাই, তখন আমরা রাস্তায়, চারপাশে এবং বাসস্টপের কাছে ফুটপাতে অচেতন অবস্থায় মানুষ পড়ে থাকতে দেখেছি। প্রচুর ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং মেঝেতে ভাঙা কাঁচ ছিল। আমরা আহতদের চিকিৎসা প্রদান শুরু করে হাসপাতালে স্থানান্তর করেছি।'
আরও পড়ুন-স্প্যানিশ তারকার জয়ে 'নাখুশ!' ইউএস ওপেনের ফাইনালে ভাইরাল ট্রাম্পের বেজার মুখে