মিরাটে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের হত্যাকাণ্ড ঘিরে আরও এক চাঞ্চল্যকর তথ্য এল সামনে। জানা যাচ্ছে, এর হোয়াটসঅ্যাপ চ্যাট ও সৌরভের ফোন না রিসিভ করার ঘটনাতেই সন্দেহ তৈরি হয় সৌরভের পরিবারের অনেকের। খবর, যে দিন সৌরভের খুন হয়, তার পরও সৌরভের হোয়াটসঅ্যাপ থেকে তাঁর বোনকে করা মেসেজ গিয়েছে। তবে মেসেজ পেয়ে সৌরভকে ফোন করলেও ফোন কেউ ধরেনি। আর সন্দেহ তা থেকেই তৈরি হয়। ঠিক কী ঘটেছিল?
মিরাটে সৌরভ রাজপুতকে ঠান্ডা মাথায় খুনের নেপথ্যে আরও এক হাড়হিম করা তথ্য এল সামনে। সৌরভের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রীর পরকীয়া সাম্পর্ক পুলিশের ফোকাসে। ইতিমধ্যেও সৌরভের স্ত্রী মুসকান ও তার প্রেমিকেক গ্রেফতার করা হয়েছে। এদিকে তথ্য বলছে, জানা যাচ্ছে, সৌরভকে খুন করা হয় গত ৪ মার্চ। অন্যদিকে, সৌরভের বোনের কাছে সৌরভের হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ যায় ৬ মার্চ। মেসেজে সৌরভের বনকে জিজ্ঞাসা করা হয় যে হোলিতে তিনি মিরাটে থাকবেন কি না। তখন বোন তার উত্তরে জানান তিনি থাকবেন মিরাটে। তবে তারপর সৌরভকে ফোন করলে কেউ ফোন ধরেননি। সৌরভের ফোন থেকে ফের হোয়াটসঅ্যাপে মেসেজ যায় যে, তিনি বাইরে রয়েছেন, ফিরবেন হোলির পর। সৌরভের তরফে মেসেজ যায়, ‘অভি তো পার্টি হ্যায়, ওয়াহা জাউঙ্গা’, এমনই তথ্য উঠে এসেছে এনডিটিভির রিপোর্টে। সৌরভ মেসেজ করলেও কেন ফোন ধরছেন না, সেই সন্দেহ হতেই উদ্বিগ্ন পরিবার দ্বারস্থ হয় পুলিশের। এরপরই তদন্তে নামে পুলিশ।
( Gadkari on Electric Vehicle Price: ৬ মাসেই পেট্রোল চালিত গাড়ির দামে মিলবে ইলেকট্রিক যান! বড় ঘোষণা গড়করির)
( Richest and Poorest MLAs: দেশের দরিদ্রতম বিধায়ক বঙ্গ বিজেপির এই নেতা! ধনীতমও পদ্ম শিবিরের, কে কে তাঁরা? রইল পরিচিতি)
সৌরভের পরিবারের দাবি, সৌরভের ফোন থেকে ওই মেসেজ করছিল তার স্ত্রী অভিযুক্ত মুসকান। সৌরভ হত্যাকাণ্ডে মুসকান ও তার প্রেমিকে সাহিলকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, পুলিশি জেরায় ধৃতরা জানিয়েছে, সৌরভকে খুন করে তারা দেহ টুকরো করে রেখে তা বাড়িতে একটি ড্রামে সিমেন্ট দিয়ে সিল করে দেয়। পরে সুযোগ বুঝে তা সরিয়ে ফেলার প্ল্যানে ছিল অভিযুক্তরা। যদিও তার আগেই ধরা পড়ে মুসকান ও সাহিল।