বাংলা নিউজ > ঘরে বাইরে > UP Zoo: জলহস্তির আক্রমণে চিড়িয়াখানার সাফাইকর্মীর মৃত্যু
পরবর্তী খবর
UP Zoo: জলহস্তির আক্রমণে চিড়িয়াখানার সাফাইকর্মীর মৃত্যু
1 মিনিটে পড়ুন Updated: 18 Dec 2023, 06:29 PM ISTChiranjib Paul
জলহস্তির ঘরে যাঁরা ঢুকেছিলেন তাঁরা উভয়ই প্রশিক্ষণপ্রাপ্ত। যিনি মারা গিয়েছেন, তিনি প্রায় ১০ বছর ধরে চিড়িয়াখানা সাফাইের কাজ করছিলেন।
জলহস্তি আক্রমণে চিড়িয়াখানার সাফাই কর্মীর মৃত্যু
চিড়িয়াখানায় জলহস্তির আক্রামণে মৃত্যু হল এক সাফাইকর্মীর। লখনউয়ের ওয়াজিদ আলি শাহ জুলজিক্যাল গার্ডেনের দুই চুক্তিভিত্তিক সাফাইকর্মী জলহস্তির ঘরে ঢোকেন। সেই সময় জলহস্তিটি তাদের আক্রমণ করে। এক জন কোনও রকমে জন্তুটির হাত থেকে পালাতে পারলেও অন্যজন ঘটনাস্থলেই মারা যায়।
চিড়িয়াখানার পরিচালক অদিতি শর্মা বলেন, 'খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। প্রতিদিনের মতো এদিনও সাফাই করার জন্য চিড়িয়াখানার জলহস্তির ঘরে ঢোকেন দুই সাফাইকর্মী। তাঁদের আক্রমণ করে জলহস্তিটি।'
জানা গিয়েছে, সুরজ নামে ওই সাফাইকর্মী, একজন সিনিয়র দেখভালকারীকে নিয়ে জলহস্তির ঘরের মধ্যে প্রবেশ করে। নিয়ম অনুযায়ী সাফাইয়ের সময় প্রাণীটি পিছনের দিকের ঘরে স্থানান্তরিত করা হয়। যেখান থেকে দর্শনার্থীরা প্রাণীটিকে দেখেন। পরিষ্কার করা না হওয়া পর্যন্ত প্রাণীটি ঘরে তালাবদ্ধ থাকে।
অদিতি শর্মা বলেন, 'জলহস্তির ঘরে তিনটি সেল আছে। দর্শকদের যেখানে থেকে তাকে দেখতে পায়, সেই সেলে তাকে রাখা হয়। সোমবার চিড়িয়াখানা বন্ধ থাকে সে কারণ ওইদিনই পরিষ্কার করা হয়।'
জলহস্তির ঘরে যাঁরা ঢুকেছিলেন তাঁরা উভয়ই প্রশিক্ষণপ্রাপ্ত। যিনি মারা গিয়েছেন, তিনি প্রায় ১০ বছর ধরে সাফাইের কাজ করছিলেন।