ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে জরিমানার হুঁশিয়ারিও দিয়েছেন।ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের আশঙ্কা, ট্রাম্পের সিদ্ধান্তের জেরে ভারতের অর্থনীতিতে ধস নামতে পারে। কর্মসংস্থানে এর ব্যাপক প্রভাব পড়তে চলছে। এই আবহে মার্কিন প্রেসিডেন্টকে ভারতীয়দের ওয়ার্ক ভিসা এইচ-১বি ভিসা প্রদান বন্ধ করার পরামর্শ দিলেন ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক মার্কিন কংগ্রেস সদস্য মার্জোরি টেলর গ্রিন। (আরও পড়ুন: ট্রাম্পের শুল্ক হুমকির আবহে বাংলাদেশ নিয়ে আমেরিকাকে 'তোপ' ভারতীয় সেনার!)
আরও পড়ুন: ভারতের এখনও 'লুটিয়ে' পাকিস্তান, রহিম ইয়ার খান বিমানঘাঁটি নিয়ে বাড়ছে গুঞ্জন
এইচ-১বি ভিসার মূল সুবিধা পান ভারতীয়রা। এই ভিসার সুবাদে ভারতের প্রতিভাবান কর্মীরা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করেন। প্রতি বছর হাজার-হাজার ভারতীয়কে নিয়োগ করে থাকে বিভিন্ন মার্কিন সংস্থা। তার ফলে এইচ-১বি ভিসা প্রদান বন্ধ হলে দক্ষ কর্মচারীদের ভারতীয়দের উপরে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তথ্য অনুসারে, এইচ-১বি ভিসার পেয়েছেন ৭২ শতাংশ ভারতীয় নাগরিক। অন্যদিকে, ১২ শতাংশ এই ভিসা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চিন। এই পরিস্থিতিতে প্রেসিডেন্টের ভারতের উপর শুল্ক আরোপের পোস্ট তুলে ধরে মার্জোরি টেলর গ্রিন এক্স বার্তায় ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন, 'আমেরিকান চাকরির পরিবর্তে ভারতীয়দের এইচ১-বি ভিসা প্রদান বন্ধ করুন।' একই সঙ্গে তিনি বলেন, 'ওবামা/বাইডেন/নেওকোন-র ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অর্থায়ন এবং অস্ত্র পাঠানো বন্ধ করুন।'তাঁর মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেপথ্যে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রাক্তন প্রেসিডেন্ট বরাক ওবামা এবং জো বাইডেন। (আরও পড়ুন: আমেরিকায় বিক্রি হওয়া বেশিরভাগ আইফোনই 'মেড ইন ইন্ডিয়া', জানালেন টিম কুক নিজেই)
আরও পড়ুন-ইথানল মিশ্রিত পেট্রোলে গাড়ির ক্ষতি হয়? কী বলছে কেন্দ্র
অন্যদিকে, সোমবার ভারতীয় পণ্যের উপর আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ভারত কেবল বিপুল পরিমাণে রাশিয়ান তেল কিনছে না, বরং তারা কেনা তেলের অধিকাংশ বেশি লাভের জন্য খোলা বাজারে বিক্রি করছে। ইউক্রেনের কত মানুষ রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিহত হচ্ছে তারা তার পরোয়া করছে না। এই কারণে, আমি ভারতের পণ্যের উপর শুল্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব।’ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ভারতের উপর অতিরিক্ত জরিমানা সহ ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, রাশিয়া থেকে নয়া দিল্লির তেল আমদানিকেই এই পদক্ষেপের মূল কারণ হিসাবে উল্লেখ করেছে হোয়াইট হাউস। এই শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে। এরপরেই মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। (আরও পড়ুন: যুদ্ধে রাশিয়ার ব্যবহৃত ড্রোনে ভারতীয় যন্ত্রাংশ, অভিযোগ ইউক্রেনের)
আরও পড়ুন: 'দোস্ত দোস্ত না রাহা, ট্রাম্প ইয়ার হামে তেরা আইতবার না রাহা', খোঁচা মোদীকে
বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মস্কোর কাছ থেকে তেল কেনার জন্য ভারতকে নিশানা করা হচ্ছে। আদতে সংঘাত শুরুর পর সমস্ত প্রয়োজনীয় সামগ্রী ইউরোপে চলে যাচ্ছিল বলেই ভারত রাশিয়া থেকে তেল আমদানি শুরু করে। সে সময় বিশ্বের জ্বালানির বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিতে উৎসাহও দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।’ বিদেশ মন্ত্রকের দাবি, ‘ভারতের উপর এহেন আক্রমণ অন্যায্য এবং অযৌক্তিক। বিশ্বের যে কোনও প্রধান অর্থনীতির মতো ভারতও তার জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার্থে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করবে।’