ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারংবার দাবি করে চলেছেন। এই ইস্যুতে সোমবার কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করলেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজ্যসভায় আজ বক্তব্য রাখতে গিয়ে খাড়গে বলেন, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জন্য দায়ী সন্ত্রাসবাদীরা ধরা পড়েনি বা তাদের খতম করা হয়নি। এদিকে তিনি দাবি করেন, ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করে ২৪ বার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 'পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে ২৬৭ নম্বর ধারায় নোটিশ দিয়েছি। আজ পর্যন্ত জঙ্গিরা ধরা পড়েনি বা বা তাদের খতম করা হয়নি। সব দলই সরকারকে নিঃশর্ত সমর্থন জানিয়েছে। কিন্তু কী ঘটেছে তা সরকারের জানানো উচিত।' (আরও পড়ুন: আমদাবাদে ভেঙে পড়া বোয়িং ৭৮৭-এর ডেলিভারি নেওয়া ক্যাপ্টেন যুক্ত হলেন AAIB তদন্তে)
আরও পড়ুন: ২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণে দোষী সাব্যস্ত ১২ জনকে বেকসুর খালাস করল হাইকোর্ট
মল্লিকার্জুন খাড়গে বলেন, 'জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর (মনোজ সিনহা) একটি বিবৃতি দিয়েছিলেন যে গোয়েন্দা ব্যর্থতা ছিল ... এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ২৪ বার দাবি করেছেন, তাঁর হস্তক্ষেপের কারণেই যুদ্ধবিরতি হয়েছে...' খাড়গের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা জানান, অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জন্য প্রস্তুত কেন্দ্রীয় সরকার। কিন্তু হট্টগোলের জেরে দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। এদিকে সংসদের বাদল অধিবেশনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বলেন, 'অপারেশন সিঁদুরের সাফল্যের মাধ্যমে বিশ্ব ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তি প্রত্যক্ষ করেছে।' (আরও পড়ুন: হোয়াইট হাউজে ওবামাকে 'গ্রেফতার' FBI-এর! ভিডিয়ো পোস্ট ট্রাম্পের)
আরও পড়ুন: আমদাবাদে ভেঙে পড়া বোয়িং ৭৮৭-এর ডেলিভারি নেওয়া ক্যাপ্টেন যুক্ত হলেন AAIB তদন্তে