মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হোয়াইট হাউজের ওভাল অফিসে গ্রেফতার করেছে সেই দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের শেয়ার করা একটি ভিডিয়োতে এমনটাই দেখা গেল। জানা যায়, ভিডিয়োটি এআই জেনারেটেড। এই এআই ভিডিয়োতে ওবামাকে বলতে শোনা যায়, 'বিশেষ করে প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে।' এরপর প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বেশ কয়েকজন মার্কিন নেতার ভিডিয়ো ক্লিপ দেখা যায় তাতে। সেখানে সকলেই পালাক্রমে বলেন, 'কেউই আইনের ঊর্ধ্বে নয়'। (আরও পড়ুন: আমদাবাদে ভেঙে পড়া বোয়িং ৭৮৭-এর ডেলিভারি নেওয়া ক্যাপ্টেন যুক্ত হলেন AAIB তদন্তে)
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি ভিডিয়োতে দেখা যায়, ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামা একসঙ্গে বসে আছেন। ঠিক তখনই দুজন এফবিআই অফিসার এসে ওবামাকে গ্রেফতার করেন। এই সময় ওবামা ট্রাম্পের পায়ের কাছে পড়ে যান। সেই অবস্থাতেই ওবামাকে গ্রেফতার করা হয়। ট্রাম্প সেখানে বসে তখন হাসছেন। ভিডিয়োর শেষে দেখা যায়, বারাক ওবামা কারাগারে রয়েছেন এবং তিনি কমলা রঙের পোশাক পরে আছেন। তাকে খুবই বিচলিত ও অস্থির মনে হচ্ছিল।
উল্লেখ্য, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে ওবামা প্রশাসনের বিচার হওয়া উচিত বলে দাবি করেছিল ট্রাম্প প্রশাসন। এর কয়েকদিন পর এই ভিডিয়োটি শেয়ার করা হল। এই নিয়ে তুলসি গ্যাবার্ড দাবি করেছিলেন, ১১৪ পৃষ্ঠার একটি ইমেলে দেখা গেছে, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভা ভুল ভাবে উপস্থাপন করেছিল গোয়েন্দা তথ্য, যাতে মনে হয় রাশিয়া চায় ট্রাম্প নির্বাচনে জয়ী হন। এই নিয়ে তুলসি বলেন, 'আমেরিকানরা অবশেষে এই সত্যটি জানতে পারবে যে, ২০১৬ সালে ওবামা প্রশাসনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা গোয়েন্দা তথ্য সংগ্রহকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন।' তুলসি বলেছিলেন, 'তারা যতই শক্তিশালী হোক না কেন, এই ষড়যন্ত্রের সাথে জড়িত প্রত্যেক ব্যক্তির তদন্ত করতে হবে এবং আইনের সর্বোচ্চ পরিধিতে তাদের বিচার করতে হবে।'
এর আগে ওবামা প্রশাসনের গোয়েন্দা তথ্য বিকৃত করার অভিযোগের রিপোর্ট প্রকাশ পেতেই ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছিলেন, 'ফক্স নিউজের তরুণ এবং প্রতিভাবান হ্যারিসন ফিল্ডসের অসাধারণ কাজ। ওবামা এবং 'গুন্ডাদের' বিচারে প্যানেলটি দুর্দান্ত ছিল, যারা এখন সর্বোচ্চ স্তরের নির্বাচনী জালিয়াতির ক্ষেত্রে অকাট্যভাবে উন্মোচিত হয়েছে। তুলসি গ্যাবার্ডকেও অভিনন্দন। চালিয়ে যাও!'