বাড়িতে ঘন ঘন কেউ অসুস্থ হয়ে পড়লে তা সংসারের জন্য অমঙ্গলের ইঙ্গিত হতে পারে। পাশাপাশি স্বাস্থ্যের সমস্যার কারণে অর্থেরও ব্যাপক লোকসান হতে পারে দিন দিন। এই পরিস্থিতিতে সংসারের সুখ সমৃদ্ধি ধরে রাখার ব্যাপারে লবঙ্গের একটি প্রতিকার বেশ উপকারী। হেশেলের এই মশলা এমনিতে রান্নার স্বাদ কয়েকগুণ বাড়িয়ে দেয়। পাশাপাশি নেতিবাচক শক্তি দূর হঠানোর ব্যাপারেও বেশ সুনাম রয়েছে লবঙ্গর। তাই লবঙ্গের প্রতিকারটি করলে কারও স্বাস্থ্যের অবনতি হবে না আর।
কারও অসুস্থতায় লবঙ্গের প্রতিকার
বাড়িতে দুই বা তার বেশি বার কেউ অসুস্থ হলে লবঙ্গ পুড়িয়ে ঘরের যে কোনও কোণে রেখে দিতে হবে। এতে রোগের নেতিবাচক শক্তির প্রভাব অনেকটাই কমে আসবে।
আরও পড়ুন - অর্থাভাব হবে না কাজ না থাকলেও! কাক দেখলেই করুন এই কাজ, তুষ্ট হবেন দণ্ডনায়ক শনিও
লবঙ্গের অন্যান্য প্রতিকার
- ঘর থেকে সামগ্রিকভাবে নেতিবাচক শক্তি দূর করতে হলে তিনটে লবঙ্গ, তিন টুকরো কর্পুর এবং তিনটে এলাচ একসঙ্গে পুড়িয়ে সেই ছাই ঘরের সদর দরজার সামনে ছড়িয়ে দিতে হবে।
আরও পড়ুন - হাত থেকে টাকা অকাতরে বেরিয়ে যাচ্ছে? খেতে বসে এই ভুল করাই হতে পারে কারণ
- বাড়িতে অনেকেরই দাম্পত্য অশান্তি লেগে থাকে অহরহ। এই সমস্যারও সুরাহা হতে পারে লবঙ্গ ও কর্পূরের গুণে। এর জন্য প্রতি শনিবার কর্পুর ও লবঙ্গ একসঙ্গে জ্বালিয়ে ঘরের বাইরে বা উঠোনে রেখে দিতে হবে।
- জন্মছকে অনেকের রাহুর অবস্থান সঠিক স্থানে না থাকলে নানা অশান্তি পোহাতে হয় জীবনে। এমন ব্যক্তিকে লবঙ্গ দান করলে রাহুর দোষ কেটে যায়।
- পাওনা টাকা ফেরত পেতে অনেক সময় সমস্যা হয়। দীর্ঘদিন এমন সমস্যায় জর্জরিত হয়ে থাকলে পাওনা টাকা ফেরত আনার জন্য পূর্ণিমার দিন ১১ টা লবঙ্গ পুড়িয়ে ছাদে দিন।
- বাড়িতে সবসময় সুখশান্তি বজায় রাখতে হলে লবঙ্গের গাছ লাগানোর নিদান দিয়ে থাকে জ্যোতিষশাস্ত্রীয় বিশারদরা। এই গাছের শিকড় বাড়ির সংহতি ধরে রাখে। সংসারে নেতিবাচক শক্তির প্রভাব আটকে দেয়।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।