পাইপলাইন ফেটে গিয়ে চিনের রাস্তায় ফোয়ারার মতো মল বেরোল। যাঁরা গাড়িতে ছিলেন, তাঁদের গাড়ি তো মলে ভরতি হয়েই গেল। যাঁরা বাইকে বা রাস্তায় ছিলেন, সেই মলের ‘ফোয়ারায়’ তাঁরা একেবারে ‘স্নান’ করে গেলেন। একাকার হয়ে গেল পুরো চোখে-মুখে। আর সেই গা ঘিনঘিনে ভিডিয়ো (পৃথকভাবে সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। যা দেখে গা গুলিয়ে ওঠার জোগাড় হয়েছে নেটিজেনদের। কেউ-কেউ তো ওই ভিডিয়ো দেখে বলতে শুরু করেছেন যে ‘আমি ভিডিয়োটার গন্ধটাও অনুভব করতে পারছি।’
ফোয়ারা নাকি আগ্নেয়গিরি?
একাধিক রিপোর্ট অনুযায়ী, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে চিনের ন্যানিংয়ে সেই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে, তা গাড়ির ড্যাশক্যামে ধরা পড়েছে। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে যে আর পাঁচটা দিনের মতোই রাস্তা দিয়ে একটি গাড়ি এগিয়ে যাচ্ছে। আচমকা কিছুটা দূরে ফোয়ারার মতো হলুদ রঙের কিছু উড়তে দেখা যায়। মুহূর্তের মধ্যে ওই গাড়ির কাঁচ পুরো হলুদে হয়ে গিয়েছে। শক্ত বস্তুও ছিটকে এসে পড়তে থাকে গাড়ির কাঁচে।
অপর একটি ভিডিয়োয় দেখা গিয়েছে যে বিশাল উঁচুতে উঠে গিয়েছে মলের ফোয়ারা। একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রায় ৩৩ ফুট উঁচুতে মলের ফোয়ারা পৌঁছে গিয়েছিল। আর তারপর পুরো রাস্তায় একাকার হয়ে পড়ে আছে ‘পটি’। একাধিক রিপোর্ট অনুযায়ী, সেই ফোয়ারার বেগ এতটাই বেশি ছিল যে গাড়ির কাঁচও ভেঙে গিয়েছে। তবে ভাগ্যবশত কেউ আহত হননি বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে।
‘বীভৎস গন্ধ ছাড়ছে’, গা ঘিনঘিন করছে লোকজনের
আহত না হলেও যাঁদের চোখে-মুখে বা গাড়িতে সেই মলের ‘ফোয়ারা’ পড়েছে, তাঁদের ঘেন্না আর যাচ্ছে না। স্থানীয় সংবাদমাধ্যম ইটি টুডে'র প্রতিবেদন উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, এক গাড়িচালক বলেছেন যে 'আমার গাড়ি পুরো হলুদ হয়ে গিয়েছে। আর বীভৎস গন্ধ ছাড়ছে। আমি আর এই গাড়িটা চালাতে পারব না।'
আরও পড়ুন: Snake party: পুল পার্টি না, বিশালাকার অজগর নিয়ে জন্মদি্নে পালন করা হল স্নেক পার্টি!
কিন্তু এই মলের ফোয়ারা কীভাবে হল?
ওই স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ন্যানিং পুরসভার জরুরি বিভাগের তরফে স্বীকার করা হয়েছে যে সেপটিক ট্যাঙ্কের পাইপ ফেটে রাস্তায় ওরকম মলের 'ফোয়ারা' উঠেছিল। তবে রাস্তার নির্মাণকাজের কারণে পাইপ ফেটে গিয়েছে বলে যে দাবি করা হয়েছিল, সেটা উড়িয়ে দিয়েছে ন্যানিং পুরসভা। বরং পুরসভার তরফে দাবি করা হয়েছে যে ইঞ্জিনিয়াররা যখন ‘প্রেশার টেস্ট’ চালাচ্ছিলেন, তখন পাইপ ফেটে গিয়েছিল। তার জেরেই মলের ফোয়ারা উঠেছিল বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।