Chandrayaan-3 mission: পদে পদে চ্যালেঞ্জ ! কেন এবার চাঁদের বুকে সফ্ট ল্যান্ডিং ছিল এত কঠিন? রইল ৪ কারণ
Updated: 23 Aug 2023, 07:29 PM IST Piu Dey 23 Aug 2023 চন্দ্রযান-৩ অভিযান, চন্দ্রযান-৩ অবতরণ, চন্দ্রযান-৩ রোভার প্রজ্ঞান, রোভার প্রজ্ঞান, ল্যান্ডার বিক্রম, চন্দ্রযান-৩ অবতরণ ভিডিয়ো, Chandrayaan-3 mission, Chandrayaan-3 mission landing, Chandrayaan-3 mission landing video, Chandrayaan-3 mission rover pragyan, Chandrayaan-3 mission lander vikramChandrayaan-3 mission soft landing: চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ভারত। এই প্রথম সেখানে কোনও মানুষের আবিষ্কার পৌঁছে গেল। সেই হিসেবে ইতিহাস গড়ল ভারত। কিন্তু এই সাফল্যের পদে পদে ছিল চ্যালেঞ্জ।
পরবর্তী ফটো গ্যালারি