বাংলা নিউজ > ঘরে বাইরে > পুনের পর্যটনকেন্দ্রে ভাঙল সেতু, নদীতে ভেসে গেলেন অনেকে, ভয়াবহ পরিস্থিতি!
পরবর্তী খবর
মহারাষ্ট্রের পুনে জেলায় ইন্দ্রায়ণী নদীর উপর একটি সেতু ভেঙে পড়ায় বহু মানুষ ভেসে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ নিশ্চিত করেছে যে একজন মারা গেছেন, এবং যারা জলে পড়ে গেছে তাদের উদ্ধার করার জন্য উদ্ধার অভিযান চলছে।
দুর্ঘটনাটি ঘটেছে পুনের জনপ্রিয় পর্যটন স্পট কুন্দমালে। রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে, রবিবার ছুটির দিন থাকায় বহু মানুষ ওখানে জড়ো হয়েছিলেন। জানা গিয়েছে, পুরনো সেতুর উপর দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন পর্যটক৷ তখন আচমকাই সেতুটি ভেঙে পড়ে৷ অনেকে নীচে বয়ে চলা নদীতে পড়ে যান৷ হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।