উত্তরপূর্ব ভারতের একটি রাজ্যের এত তরুণীকে বেঙ্গালুরুতে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। ২৪ বছর বয়সি ওই তরুণী বন্ধুর বাড়ি থেকে নিজের রুমে ফিরছিলেন। বুধবার সকালের দিকে ঘটনা। স্কুটারে চেপে আসা দুজন যুবক ওই তরুণীকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে। স্থানীয় একটি হোটেলের স্টাফরা দ্রুত তাঁকে রক্ষা করতে আসেন। এমনকী একজনকে ধরে ফেলারও চেষ্টা করেন। আর তখনই এক যুবক অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে এলাকা ছেড়ে পালান।
ওই তরুণী বিউটিশিয়ান হিসাবে কাজ করেন। পূর্ব বেঙ্গালুরুতে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন তিনি। স্কুটারে করে গিয়েছিলেন তিনি। কাজ শেষ করে তিনি বাড়ি ফিরছিলেন। তিনি গুগল ম্যাপে রাস্তা নির্ধারন করার চেষ্টা করছিলেন। সেই সময় স্কুটারে চেপে দুজন যুবক তাঁর সামনে আসে। এরপর নানা টিপ্পনি কাটতে শুরু করে তারা।
ওই তরুণী টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, স্কুটারে করে যারা এসেছিল তারা অশালীনভাবে আমাকে স্পর্শ করেছে। অশ্লীল শব্দ বলেছে। যখন আমি আপত্তি জানাই তখন আমাকে বোন বলে সম্বোধন করে। এরপর আমায় হিন্দিতে আমাকে বলতে শুরু করে তোমার সঙ্গে কি বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গিয়েছে? আমার সঙ্গে আসতে পারো? চলো আমরা কিছু সময় কাটাব তারপর তোমায় পৌঁছে দিয়ে যাব।
তিনি জানিয়েছেন, আমি বিপদ এসেছে বুঝতে পেরেই ফের স্কুটারে চেপে বসি। এরপর দুজনে আমাকে ফলো করতে শুরু করে ও আমার স্কুটারকে আটকায়। এরপর আমাকে অশালীনভাবে স্পর্শ করে ও অশ্লীল শব্দ বলতে শুরু করে। এরপর আমি চিৎকার করি। তারপর তারা চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই সে আমাকে ফলো করতে শুরু করে। এরপর তৃতীয়বারের জন্য আমাকে স্পর্শ করে ও অশ্লীল শব্দ বলতে শুরু করে।