বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে বিতর্কের ঝড় বাংলার রাজনীতিতে। এই আবহে বিজেপির তরফ থেকে প্রাক্তন ক্রিকেটারকে তোপ দাগা হয়েছে। একদিকে যখন মুর্শিদাবাদ ওয়াকফ আন্দোলনের নামে হিংসার আগুনে জ্বলছে, সেখানে ইউসুফ পাঠান নিজের মতো সময় উপভোগ করছেন। এলাকায় তাঁকে দেখা যায়নি। এরই মাঝে ইনস্টাগ্রামে আবার ইউসুফ পাঠান একটি পোস্ট করে 'চা পান করতে করতে আনন্দ উপভোগ' করার কথা বলেন। এই আবহে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা তোপ দেগেছেন ইউসুফকে। তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে ভোট ব্যাঙ্কের অঙ্কে ইউসুফকে জিতিয়ে দিয়েছেন। তবে জেতার পর প্রাক্তন এই ক্রিকেটার নিজের সাংসদের দায়িত্ব ভুলে মজা করছেন। (আরও পড়ুন: মুর্শিদাবাদে WAQF হিংসার বলি হরগোবিন্দ-চন্দন CPIM সমর্থক ছিলেন, দাবি বামফ্রন্টের)
আরও পডুন: 'বাংলা ভাগের কথা মনে পড়ছে…', WAQF হিংসা নিয়ে মমতাকে তোপ কেন্দ্রীয় মন্ত্রীর
এই নিয়ে শেহজাদ পুনাওয়ালা বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও থেকে ইউসুফ পাঠান নামে একজন ক্রিকেটারকে তুলে এনে টিকিট দিয়েছিলেন এবং তাঁর ভোট ব্যাঙ্ক ইউসুফকে বহরমপুরে জয়ী করেছিল। আজ যখন বাংলা জ্বলছে, হিন্দুদের বেছে বেছে হত্যা করা হচ্ছে, ইউসুফ পাঠান চা খেয়ে আনন্দ উপভোগ করছেন... এটাই তৃণমূলের অগ্রাধিকার... দাস পরিবারকে হত্যা করা হল, বাংলা জ্বলছে আর পাঠান সাহেব চা পান করবেন এবং আনন্দ উপভোগ করবেন।' (আরও পড়ুন: 'ধর্মনিরপেক্ষতার ট্যাবলেট খাইয়ে...', ওয়াকফ হিংসা নিয়ে অভিষেককা পালটা সুকান্তর)