সোশ্যাল মিডিয়ায় বিজেডি সাংসদ সুলতা দেওকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার ঘটনায় শোরগোল পড়ে গোটা দেশে।আর এই অভিযোগ উঠেছে মাহিন্দ্রা গ্রুপের এক কর্মীর বিরুদ্ধে।আর এই খবর প্রকাশ্যে আসতেই 'জিরো টলারেন্স' নীতির ঘোষণা করেছে আনন্দ মাহিন্দ্রার সংস্থা।
আরও পড়ুন-UK-তে চূড়ান্ত বর্বরতা! ২ শিখ বৃদ্ধকে বেধড়ক মারধর-খুলে গেল পাগড়ি, তারপর যা হল...
সম্প্রতি বিজেডি সাংসদ সুলতা দেও এক্স বার্তায় সত্যব্রত নায়ক নামে মাহিন্দ্রা গ্রুপের কর্মীর বিরুদ্ধে তাঁকে ধর্ষণ ও খুনের হুমকির দেওয়া মেসেজের স্ক্রিনশট পোস্ট করেছিলেন।ফেসবুকে ওই ব্যক্তির প্রোফাইল চেক করা হলে দেখা যায়, তিনি মাহিন্দ্রার নাসিক শাখায় কর্মরত। ২০১২ সাল থেকে মাহিন্দ্রা গ্রুপে ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি। কিন্তু সুলতা দেও অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি একজন বিজেপি কর্মী। প্রধানমন্ত্রীর কার্যালয়কে উদ্দেশ্য করে ওই সাংসদ জানান, নাসিকের মাহিন্দ্রা এবং বিজেপির একজন কর্মী প্রকাশ্যে একজন মহিলা সাংসদকে ধর্ষণ ও খুনের হুমকি দিচ্ছেন। যদি এই পরিস্থিতি হয়, তাহলে কল্পনা করুন ওড়িশার মহিলাদের অবস্থা কী হবে!!!' তিনি তার পোস্টটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকেও ট্যাগ করেন।এরপর ফেসবুক পোস্টে বিজেডি সাংসদ অভিযোগ করেন, বিষয়টি জানানোর পরেও কোনও পদক্ষেপ করেনি শীর্ষ পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুন-UK-তে চূড়ান্ত বর্বরতা! ২ শিখ বৃদ্ধকে বেধড়ক মারধর-খুলে গেল পাগড়ি, তারপর যা হল...
এই আবহে এক বিবৃতিতে মাহিন্দ্রা গ্রুপ জানিয়েছে, 'আমাদের একজন কর্মী ফেসবুকে একজন রাজনীতিবিদকে অশ্লীল বার্তা পাঠিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। যে কোনও ধরণের অসদাচরণ, ভয় দেখানো বা হুমকির ক্ষেত্রে মাহিন্দ্রা গ্ৰুপ কোনও সহনশীলতা দেখায় না। মাহিন্দ্রা গ্রুপ প্রথম দিন থেকেই সর্বদা সম্মানজনক পরিবেশ বজায় রাখা এবং মানবিক মর্যাদাকে গুরুত্ব দেওয়ায় বিশ্বাসী। এই নীতিগুলির কোনও লঙ্ঘন সহ্য করা হবে না। আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি এবং তদন্ত শুরু করেছি। অভিযোগগুলি সত্য প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' অন্যদিকে, এই ঘটনায় শিবসেনা (ইউবিটি)-র রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। সুলতা দেও-র পোস্ট শেয়ার করে তিনি লেখেন, 'এটি অত্যন্ত লজ্জাজনক এবং সহকর্মী হিসেবে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন।' তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই ধরনের হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষও এই ঘটনাকে 'অত্যন্ত মর্মান্তিক এবং অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেছেন। এক্স বার্তায় তিনি বলেন, 'আমাদের সমাজে এখন মহিলাদের প্রতি ঘৃণা এবং হিংসার ঘটনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।'