মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ব্রিটেন। পশ্চিমী দেশে ক্রমাগত বাড়ছে ভারতীয়দের উপর হামলার ঘটনা। স্বাধীনতা দিবসের দিনই ব্রিটেনে কিশোরদের দ্বারা বর্ণবিদ্বেষের শিকার হলেন শিখ সম্প্রদায়ের ২ ব্যক্তি। ইতিমধ্যে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, গত শুক্রবার ওলভারহ্যাম্পটনের একটি রেল স্টেশনের বাইরে ২ শিখ বৃদ্ধের উপরে হামলার অভিযোগ উঠেছে ৩ কিশোরের বিরুদ্ধে। বর্ণবিদ্বেষের শিকার হন তাঁরা। ইতিমধ্যে নির্যাতনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। সেই ভিডিওতে দেখা গিয়েছে, দুই বৃদ্ধ মাটিতে পড়ে রয়েছেন। ৩ জন আক্রমণকারী ২ বৃদ্ধকে বেধড়ক মারধর করছে। বার বার লাথিও মারতে দেখা গিয়েছে। নির্যাতিতদের পাগড়ি খুলে পাশে মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ভিডিও ফুটেজ দেখে ৩ কিশোরকে গ্রেফতার করা হয়েছে। পরে জামিনে মুক্তি পেয়েছে তারা।
অন্যদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই শিরোমণি আকালি দলের প্রধান সুখবীর সিং বাদল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করেছেন ব্রিটেন সরকারের কাছে বিষয়টি বিস্তারিত জানাতে। সেখানে বসবাসকারী শিখ প্রবাসীরা যাতে নিরাপদে থাকতে পারেন, তাঁদের সমস্যা যাতে না হয় তা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। এক্স বার্তায় প্রবীণ রাজনীতিবিদ জানিয়েছেন, 'ব্রিটেনের উলভারহ্যাম্পটনে দুই বয়স্ক শিখ পুরুষের উপর ভয়াবহ হামলার তীব্র নিন্দা করছি। একজন শিখের পাগড়ি জোর করে খুলে ফেলা হয়েছে। এই বর্ণবাদী ঘৃণামূলক অপরাধ শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে, এরা সর্বদা সকলের মঙ্গল কামনা করেন।' একই সঙ্গে তিনি ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এবং ব্রিটেনের স্বরাষ্ট্র দফতরকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিংও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক্স বার্তায় তিনি বলেছেন, 'ইংল্যান্ডের ওলভারহ্যাম্পটনে বয়স্ক শিখ পুরুষদের উপর নৃশংস হামলায় আমি মর্মাহত। এই ঘৃণামূলক অপরাধ।' এক বিবৃতিতে শিখ ফেডারেশন জানিয়েছে, বয়স্ক দুই ব্যক্তিই স্থানীয় ট্যাক্সি ড্রাইভার। তাঁরা স্টেশনের বাইরে কর্তব্যরত ছিলেন। এদিকে, এই ঘটনার পর ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ সতর্ক করে জানিয়েছেন, এই ধরনের ব্যবহার কোনওভাবেই বরদাস্থ করা হবে না। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাক্ষিদের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।