গত সপ্তাহে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক লুট করার পর একজন ব্যাঙ্ক ম্যানেজারকেও অপহরণ করে। পরে ওই ব্যাঙ্ক ম্যানেজারকে মুক্তি দেওয়া হয়। তার কয়েকদিন পর রবিবার চেওসিম বমকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী।
বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার কুকি- চিন জঙ্গির শীর্ষ নেতা।
বড়সড় সাফল্য পেল বাংলাদেশি নিরাপত্তা বাহিনী। নিষিদ্ধ জঙ্গি সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির এক জঙ্গি নেতাকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস বিরোধী ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার তার বাসভবনে একটি তল্লাশি অভিযান চালায় র্যাব। সেখানেই আলমারির ভিতরে লুকিয়ে ছিলেন ওই জঙ্গি নেতা। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম চেওসিম বম।
জানা গিয়েছে, গত সপ্তাহে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক লুট করার পর একজন ব্যাঙ্ক ম্যানেজারকেও অপহরণ করে। পরে ওই ব্যাঙ্ক ম্যানেজারকে মুক্তি দেওয়া হয়। তার কয়েকদিন পর রবিবার চেওসিম বমকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী।
জানা যাচ্ছে, মূলত চেওসিম বম সংগঠনের অর্থ সংগ্রহের দায়িত্বে ছিলেন। এছাড়া, জামাতুল আনসার ফিল ইন্দাল শারক্কিয়ার জঙ্গি নেতা শামীম মাহফুজ ও নাথান বমের সঙ্গে অর্থের বিনিময়ে অস্ত্র প্রশিক্ষণ চুক্তির মূল সমন্বয়কারী ছিলেন তিনি। একজন র্যাব কর্মকর্তা জানান, বান্দরবান শহরের কাছে অবস্থিত বমের বাড়িতে অভিযানের সময় তাকে গ্রেফতার করা হয়।
ওই আধিকারিক জানান, চেওসিম পলাতক কেএনএফ প্রধান নাথান বমের ঘনিষ্ঠ সহযোগী। বিদ্রোহী গোষ্ঠীকে নির্মূল করার প্রয়াসে বান্দরবানে কেএনএফের বিরুদ্ধে লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছে বাংলাদেশ। সেই সময় তাকে গ্রেফতার করা হয়।