
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বাংলাদেশে নিজের মেয়েকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার হলেন এক সংখ্যালঘু প্রৌঢ়। বিডিনিউজ২৪-এর রিপোর্ট অনুযায়ী, নির্যাতিতা মেয়েটির বয়স মাত্র ১০ বছর। এদিকে ধৃত অভিযুক্তের বয়স ৫২ বছর। বাংলাদেশি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রবিবার রাতে কোতোয়ালি থানার বলুয়ার দিঘিএলাকা থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান, রাতে তারা ধর্ষণ সংক্রান্ত অভিযোগের ফোন পান। সেই পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এদিকে নির্যাতিতাকে মা এবং কাকিমার সঙ্গে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবো হয়। (আরও পড়ুন: হাসিনা ও তাঁর পরিবারের কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত ঢাকার, পরিমাণ জানলে মুখ হাঁ হবে)
আরও পড়ুন: শুল্ক নিয়ে সত্যি দাবি করেননি ট্রাম্প, সংসদীয় প্যানেলে জানাল মোদী সরকার
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 'আজাদ কাশ্মীর' গ্রাফিতি, আঙুল 'অতি-বামদের' দিকে
তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, নির্যাতিতা শিশুটি তাদের জানিয়েছে যে তার মা প্রতিদিন কাজের সূত্রে বাড়ির বাইরে যেতেন। সেই সময়ই তার বাবা বিভিন্ন সময়ে তাকে যৌন নির্যাতন করত। বিষয়টি সে তার মাকে জানায়। তবে সেই সময় কারও কাছে কোনও তথ্যপ্রমাণ ছিল না। এই আবহে নির্যাতিতার মা তাকে পরামর্শ দেয় যাতে সে কৌশলে মোবাইল ফোনে তার বাবার এ আচরণ ভিডিয়ো করে রাখে। সেই মতো মেয়েটি রবিবার বাবার কীর্তি ভিডিয়ো করে। (আরও পড়ুন: ট্রাম্প-ইউনুস সম্পর্ককে 'মিষ্টি' করতে বার্তাবাহক হবেন ইলন মাস্ক?)
আরও পড়ুন: 'আরও লোককে ভারতে স্বাগত, তবে...', অনুপ্রবেশ রুখতে নয়া বিল পেশ সংসদে
আরও পড়ুন: 'ভালো ভাবে ***', সংসদে 'মুখ ফসকে' এ কী বললেন খাড়গে! উত্তাল রাজ্যসভা
এই আবহে পুলিশ সেই মোবাইলের ভিডিয়োটি খতিয়ে দেখেছে। সেই মোবাইলটি বাজেয়াপ্ত কার হয়েছে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতে পেশ করা হয়েছে ধৃতকে। মেয়েটির রেকর্ড করা ওই ফুটেজই অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হবে আদালতে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আইনগত প্রক্রিয়ায় জমা দেয়া হবে বলে জানান ওসি। উল্লেখ্য, শিশুটির মা পোশাক শ্রমিক। অভিযোগ, শিশুটির বাবা এর আগেও তাকে কয়েকবার ধর্ষণ করেছে। এদিকে ধৃত ব্যক্তি শহরের একটি ভবনে নিরাপত্তা প্রহরীর কাজ করে। (আরও পড়ুন: বৈধ ভোটার কার্ড বানিয়ে অবৈধভাবে ভারতে থাকছিলেন, দিল্লিতে গ্রেফতার ৫ বাংলাদেশি)
এদিকে বাংলাদেশে দীর্ঘদিন ধরেই ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। এই আবহে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে একটি পদযাত্রা হয় আজ। তবে সেই পদযাত্রায় আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports