Bangladesh Unrest:‘কোনও দল বা গোষ্ঠীর ক্ষমতার আকাঙ্খা পূরণ করতে লড়াই ছিল না’, বলছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র শিবির
Updated: 08 Aug 2024, 06:38 AM IST Sritama Mitra 08 Aug 2024 bangladesh unrest, bangladesh latest, interim govt in bangladesh latest, Anti-discriminatory Student Movemen, bangladesh uprising, বাংলাদেশ, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন লেটেস্ট, বাংলাদেশের লেটেস্ট খবর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ বুধ... more
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ বুধবার সন্ধ্যা ৬ টা নাগাদ একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি লেখেন, ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন করার জন্য।
পরবর্তী ফটো গ্যালারি