রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার সুযোগ ছেড়ে দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। 'অপারেশন সিঁদুর' নিয়ে প্রশ্ন তোলা কংগ্রেসকে সংসদে একহাত নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রাহুলকে চ্যালেঞ্জ ঠুকে বলেন, ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কটা হামলা হয়েছে। এই কয়েক বছরে মোট ২৭টি বড় হামলায় হাজারের উপর বেশি মানুষ মারা গিয়েছেন। এর জবাবে কংগ্রেস সরকার কী কী পদক্ষেপ করেছে, লোকসভায় তার উত্তর চান অমিত শাহ।
অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্রীয় সরকারের জবাব চেয়ে কংগ্রেস গোড়া থেকে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করছিল। তাই প্রধান বিরোধী দলের নেতা রাহুল ও কংগ্রেসকে তেড়েফুঁড়ে আক্রমণ করেন শাহ। তিনি বলেন, 'আজ চিন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রয়েছে, কিন্তু ভারত নেই।জওহরলাল নেহরুর অবস্থান এর জন্য দায়ী... যখন আমাদের জওয়ানরা ডোকলামে চিনা সেনাবাহিনীর মুখোমুখি হচ্ছিল, তখন রাহুল গান্ধী চিনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছিলেন... চিনের প্রতি এই ভালোবাসা জওহরলাল নেহরু, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর তিন প্রজন্ম ধরে চলে আসছে...। তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অংশ করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।'
আরও পড়ুন-সরকারি হাসপাতালে মৃত্যুফাঁদ! গভীর নিন্দ্রায় ডাক্তার, বিনা চিকিৎসায় মৃত্যু রোগীর
অমিত শাহ বলেন, 'কংগ্রেসের ভুলেই যাবতীয় সমস্যার সূত্রপাত। সেই সময় বিভাজন খারিজ করলে না পাকিস্তান থাকত না এত সমস্যা থাকত।' সোমবার সংসদে বিরোধীরা প্রশ্ন তুলেছিল কেন পাক অধিকৃত কাশ্মীর দখল না করে যুদ্ধ থামানো হল। সেই প্রসঙ্গ তুলে কংগ্রেসকে কড়া জবাব দেন শাহ। তিনি বলেন, 'ওরা যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলছে। আমি বলব, আজ যে অধিকৃত কাশ্মীর নিয়ে এত সমস্যা তার অস্তিত্ব শুধুমাত্র জওহরলাল নেহরুর জন্য। উনি ১৯৬০ সালে পাকিস্তানকে সিন্ধুর ৮০ শতাংশ জল দিয়েছিলেন। ১৯৭১ সালে শিমলা চুক্তির সময়ে ওরাই পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের কথা ভুলে গিয়েছিল। যদি তখন পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ফেরত নেওয়া হত তাহলে আমাদের ওখানে অভিযান চালানোর প্রয়োজন পড়ত না।' তাঁর কথায়, সেই সময় নেহরুর একতরফা যুদ্ধবিরতির সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিলেন একমাত্র সর্দার প্যাটেল।
আরও পড়ুন-সরকারি হাসপাতালে মৃত্যুফাঁদ! গভীর নিন্দ্রায় ডাক্তার, বিনা চিকিৎসায় মৃত্যু রোগীর
এরপরেই পাল্টা জবাবে বিরোধী দল ডিএমকে-র সাংসদ কানিমোঝি বলেন, 'মনে হচ্ছে বিজেপির লোকেরা নেহেরুকে তার দল কংগ্রেসের চেয়েও অনেক বেশি স্মরণ করে। আপনারা বলছেন যে সমস্ত ভুলের জন্য তিনিই দায়ী।' তামিলনাড়ুর সাংসদের কথায়, 'সরকারের উচিত দেশকে ঐক্যবদ্ধ করা, এবং আমাদের শত্রু হিসেবে বিবেচনা করা নয়।'